টেকনোর নতুন 5G স্মার্টফোনের ডিজাইন ফাঁস, থাকবে 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ
টেকনো স্পার্ক ৩০ ৫জি স্মার্টফোনটির শীঘ্রই আসতে চলেছে বাজারে। লঞ্চের আগে এখন ফোনটিকে এফসিসি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।
টেকনো তাদের স্পার্ক সিরিজে অন্তর্ভুক্ত টেকনো স্পার্ক ৩০ ৫জি স্মার্টফোনটির ওপর কাজ করছে বলে জানা গেছে। এটি ডিসেম্বরে প্রকাশিত গত বছরের টেকনো স্পার্ক ২০ ফোনের উত্তরসূরি হিসাবে আসবে বলে আশা করা হচ্ছে। আর এখন, টেকনো স্পার্ক ৩০ ৫জি ফোনটিকে এফসিসি সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এটি একটি স্কিম্যাটিক রেন্ডারের সাথে ডিভাইসটির ডিজাইন প্রকাশ করার পাশাপাশি এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ করেছে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
টেকনো স্পার্ক ৩০ ৫জি ফোনটি পেল এফসিসি-এর অনুমোদন
টেকনো স্পার্ক ৩০ ৫জি হ্যান্ডসেটটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন সার্টিফিকেশন ওয়েবসাইটে কেএল৮ এবং ২এডিওয়াইওয়াই-কেএল৮ এফসিসি আইডি মডেল নম্বর সহ তালিকাভুক্ত করা হয়েছে। স্কিম্যাটিক ইমেজ অনুসারে, স্মার্টফোনটিতে একটি স্কয়ারিকল-আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে। এটি দেখতে বর্গাকার মত কিন্তু কার্ভড এজ রয়েছে। পাওয়ার এবং ভলিউম রকার বাটনগুলি ডানদিকে অবস্থিত। পাওয়ার বাটনটি সম্ভবত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে ব্যবহার করা হবে।
সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী, টেকনো স্পার্ক ৩০ ৫জি ফোনটিকে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। এটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পরিমাপের ক্ষেত্রে, ডিভাইসটি ১৬৫ x ৭৬ x ৮ মিলিমিটার হবে। স্মার্টফোনের বাকি বিশদ তথ্য অজানাই রয়েছে। এফসিসি সার্টিফিকেশন ৫জি উল্লেখ করে, তাই আশা করা যায় যে ডিভাইসটিতে একটি ৫জি-কম্প্যাটিবল প্রসেসর থাকবে। আশা করা যায় যে এটি শীঘ্রই আরও সার্টিফিকেশন সাইটগুলিতে প্রদর্শিত হবে, যা আরও বিশদ তথ্য প্রকাশ করবে।
জানিয়ে রাখি, বর্তমান প্রজন্মের টেকনো স্পার্ক ২০ ৫জি ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে, যা এইচডি রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য, ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি জি৮৫ প্রসেসরে চলে এবং এটি দুটি ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে - ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ০.৮০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট অফার করে।
টেকনো স্পার্ক ৩০ ৫জি স্মার্টফোনটির শীঘ্রই আসতে চলেছে বাজারে। লঞ্চের আগে এখন ফোনটিকে এফসিসি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।