Tecno Spark 30 বাজেটের মধ্যে 64 এমপি ক্যামেরা ও 256 জিবি মেমোরি সহ লঞ্চ হল

Tecno Spark 30 অবশেষে আজ লঞ্চ হল। বলার অপেক্ষা ব্র্যন্ডের অন্যান্য স্পার্ক সিরিজের ফোনের মতো এই ডিভাইসটিও বাজেটের মধ্যে...
ANKITA 22 Sept 2024 11:14 AM IST

Tecno Spark 30 অবশেষে আজ লঞ্চ হল। বলার অপেক্ষা ব্র্যন্ডের অন্যান্য স্পার্ক সিরিজের ফোনের মতো এই ডিভাইসটিও বাজেটের মধ্যে এসেছে। এর স্পেসিফিকেশনও সেটাই নির্দেশ করছে। সদ্য লঞ্চ হওয়া Tecno Spark 30 স্মার্টফোনে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি‌। আসুন এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Tecno Spark 30 এর স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো স্পার্ক ৩০ ফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম ওএস উপস্থিত।

ফটোগ্রাফির জন্য টেকনো স্পার্ক ৩০ গোলাকার ক্যামেরা মডিউলের মধ্যে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর বর্তমান। যদিও এর অন্যান্য সেন্সরের রেজোলিউশন জানানো হয়নি। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য টেকনো স্পার্ক ৩০ স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্পিকার, আইপি৬৪ রেটিং, ইউএসবি সি পোর্ট ও এনএফসি সাপোর্ট।

Tecno Spark 30 এর দাম ও প্রাপ্যতা

Tecno Spark 30 ফোনটি আপাতত সংস্থার তানজানিয়ান ওয়েবসাইটে তালিকাভুক্ত। এটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি স্টোরেজ + ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। তবে এদের দাম এখনও জানানো হয়নি। ডিভাইসটি অরবিট হোয়াইট ও অরবিট ব্ল্যাক কালারে এসেছে।

Show Full Article
Next Story