টেকনো নতুন সাশ্রয়ী মূল্যের Tecno SPARK 30C সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ আর এখন আইএমইআই (IMEI) ডেটাবেসে নতুন Tecno SPARK 30C সিরিজের দুটি হ্যান্ডসেটকে স্পট করা গেছে। কোম্পানির লক্ষ্য SPARK 30C সিরিজের সাথে বাজেট রেঞ্জের ফোন মার্কেটে প্রতিযোগিতা বাড়ানো। আসুন এই আপকামিং ডিভাইসগুলির সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।
Tecno SPARK 30C সিরিজ শীঘ্রই আসছে বাজারে
সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা বাড়াতে চায় টেকনো। তাই কোম্পানি শীঘ্রই বাজেট রেঞ্জের টেকনো স্পার্ক 30সি সিরিজ লঞ্চ করবে মনে করা হচ্ছে। এই লাইনআপের দুটি নতুন স্মার্টফোন মডেলকে আইএমইআই ডেটাবেসে খুঁজে পেয়েছে গিজমোচিনা। টেকনো স্পার্ক 30সি সিরিজ দুটি মডেল নিয়ে গঠিত – টেকনো স্পার্ক 30সি 4জি এবং টেকনো স্পার্ক 30সি 5জি৷ আইএমইআই ডেটাবেস থেকে এই ডিভাইসগুলির মডেল নম্বরগুলিও জানা গেছে। টেকনো স্পার্ক 30সি 4জি ফোনের মডেল নম্বর KL5, আর টেকনো স্পার্ক 30সি 5জি KL8 মডেল নম্বর বহন করে।
আরও পড়ুন: 6500mah ব্যাটারি ও 12 জিবি র্যামের সঙ্গে আসছে Vivo-র নতুন স্মার্টফোন, লঞ্চ শীঘ্রই
শোনা যাচ্ছে যে, Tecno SPARK 30C ফোনে 720×1600 রেজোলিউশনের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও এআই লেন্স সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ, 5,000 এমএএইচ ব্যাটারি এবং MediaTek Helio G81 চিপসেট থাকবে। Tecno SPARK 30C 4G হবে MediaTek Helio G81 চিপসেট সহ প্রথম স্মার্টফোন। অন্যদিকে, Redmi 14C হ্যান্ডসেটে MediaTek Helio G81 Ultra চিপসেট থাকবে বলে জানা গেছে। Tecno SPARK 30C 5G ফোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলি এখনও জানা যায়নি, তবে আশা করা হচ্ছে যে SPARK 30C 5G Tecno SPARK 30 5G এবং Tecno POP 9 5G-এর মতোই হবে।
আরও পড়ুন: 6 হাজার টাকার কমে স্মার্টফোন, 8 জিবি র্যাম সহ পাবেন বিনামূল্যে স্ক্রিন পাল্টানোর সুবিধা
টেকনো এখনও SPARK 30C সিরিজের অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তাই, কবে স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে, তা স্পষ্ট নয়। তবে, টেকনো খুব শীঘ্রই SPARK 30C সিরিজটি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।