৮ হাজার টাকার কমে Tecno Spark 8 ভারতে লঞ্চ হল, রয়েছে ৬৪ জিবি মেমোরি

ঘোষণা মতোই আজ ভারতে লঞ্চ হল Tecno Spark 8। এই ফোনটি গত আগস্টে নাইজেরিয়ায় প্রথমে আত্মপ্রকাশ করেছিল। Tecno Spark 7 এর উত্তরসূরী হিসেবে আসা এই…

ঘোষণা মতোই আজ ভারতে লঞ্চ হল Tecno Spark 8। এই ফোনটি গত আগস্টে নাইজেরিয়ায় প্রথমে আত্মপ্রকাশ করেছিল। Tecno Spark 7 এর উত্তরসূরী হিসেবে আসা এই ফোনে উন্নত ক্যামেরা ও দুর্দান্ত ডিজাইন দেখা যাবে। এছাড়া Tecno Spark 8 ফোনে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক হেলিও এ২৫ প্রসেসর। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Tecno Spark 8 এর দাম ও লভ্যতা

ভারতে টেকনো স্পার্ক ৮ ফোনের দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির‌ ২ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। ফোনটি আইরিশ পার্পেল, আটলান্টিক ব্লু ও টার্কয়েজ সিয়ান কালারে এসেছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে টেকনো স্পার্ক ৮ বিভিন্ন রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।

Tecno Spark 8 স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো স্পার্ক ৮ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লের এসপেক্ট রেশিও ২০:৯। আবার ওয়াটারড্রপ নচের মধ্যে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২৫ প্রসেসর। টেকনো স্পার্ক ৮ ফোনে আছে ২ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ডুয়েল সিমের Tecno Spark 8 ফোনটি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) বেসড হাইওএস ৭.৬ কাস্টম স্ক্রিনে রান করবে। ফোনের পিছনে দেখা যাবে কোয়াড এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ। যার একটি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের এবং অপরটি এআই লেন্স। ক্যামেরার পাশাপাশি ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 8 ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এটি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন