টেকনো চুপিসারে তাদের জনপ্রিয় Spark সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই বাজেট রেঞ্জের ডিভাইসটির নাম Tecno Spark Go 1। ডিভাইসটিকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে৷ এটি হাই রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে, Unisoc প্রসেসর, বড় ব্যাটারি একাধিক কনফিগারেশন সহ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য অফার করে। Tecno Spark Go 1 ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Tecno Spark Go 1 ফোনের স্পেসিফিকেশন
টেকনো স্পার্ক গো 1 ফোনে 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের ওপরে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট রয়েছে, যেটিকে কোম্পানিটি ডায়নামিক পোর্ট বলে। এটি আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো নোটিফিকেশন, চার্জিং স্ট্যাটাস সহ আরও অনেক কিছু প্রদর্শন করে। এটি এইচডি+ রেজোলিউশন এবং মসৃণ ভিজ্যুয়ালের জন্য একটি 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে।
ডিজাইন অনুযায়ী, Tecno Spark Go 1 হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে একটি ফ্ল্যাট ফ্রেম এবং প্রায় বৃত্তাকার আকৃতির ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যা 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দ্বারা গঠিত। আর ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। নিরাপত্তার জন্য, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা হয়েছে। টেকনো বলছে যে, Spark Go 1 ভেজা বা তৈলাক্ত হাত দিয়ে ব্যবহার করা যেতে পারে। এটিতে আইপি54 রেটিং রয়েছে।
পারফরম্যান্সের জন্য, Tecno Spark Go 1 ফোনে Unisoc T615 প্রসেসরটি রয়েছে। এটি মসৃণ কর্মক্ষমতার জন্য 4 জিবি এবং 3 জিবি র্যামের সাথে 4 জিবি ভার্চুয়াল র্যামের বিকল্পগুলিতে পাওয়া যাবে। দুটিই 64 জিবি এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসে। পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Spark Go 1 স্মার্টফোনে 5,000 এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে, যা টাইপ-সি পোর্টের মাধ্যমে 15 ওয়াট চার্জিং সাপোর্ট করে।
Tecno Spark Go 1 হ্যান্ডসেটটি স্টারট্রাইল ব্ল্যাক এবং গ্লিটারি হোয়াইট কালারে এসেছে। স্মার্টফোনটির মূল্য এবং উপলব্ধতা সম্পর্কে এখনও কোম্পানির তরফে কিছু নিশ্চিত করা হয়নি।