আপনি যদি কম দামে স্টাইলিশ লুকিংয়ের স্মার্টফোন খোঁজ করেন তাহলে টেকনোর আপকামিং ফোনটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। Tecno Spark Go 1 নামের এই ডিভাইসটি শীঘ্রই বিশ্ব বাজারে ও ভারতে লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই এই স্মার্টফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন আবার এর রেন্ডার ফাঁস হয়েছে। এছাড়া একটি রিপোর্টে Tecno Spark Go 1 দাম উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এটি Tecno Spark Go (2024) এর আপগ্রেড ভার্সন হিসাবে লঞ্চ হবে।
কত দাম হবে Tecno Spark Go 1 ফোনের
প্যাশনগিকজের একটি রিপোর্ট অনুসারে, টেকনো স্পার্ক গো ১ শীঘ্রই ভারত এবং বিশ্ব বাজারে লঞ্চ হবে। আর ভারতে ফোনটির দাম প্রায় ১০০ ডলার (প্রায় 8,400 টাকা) রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটির ডিজাইন রেন্ডারও শেয়ার করা হয়েছে, যা দেখে বলা যায় এটি ব্ল্যাক ও হোয়াইট কলারে আসবে।
টেকনো স্পার্ক গো ১ এর রিয়ার ক্যামেরা মডিউলটি সামান্য উত্থিত এবং বর্গাকার আকৃতির, এরমধ্যে দুটি ক্যামেরা ইউনিট এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট দেখা যাবে। পাওয়ার এবং ভলিউম বাটনগুলি ডান প্রান্তে দেওয়া হয়েছে। ফ্ল্যাট ডিসপ্লের নিচের দিকে পুরু বেজেল উপস্থিত। আর ফ্রন্ট ক্যামেরা সেন্সরটি ডিসপ্লের মাঝখানে একটি কেন্দ্রীভূত হোল-পাঞ্চ কাটআউটের মধ্যে থাকবে।
Tecno Spark Go 1 এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
Tecno Spark Go 1 স্মার্টফোনে ৭২০x১৬০০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এতে পারফরম্যান্সের জন্য ইউনিসোক টি৬১৫ চিপসেট ব্যবহার করা হবে। আর ডিভাইসটি ৬৪ জিবি ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনে চলবে।
ক্যামেরার কথা বললে, Tecno Spark Go 1 ফোনে থাকতে পারে ১৩ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি 4G কানেক্টিভিটি সহ আসবে। ধুলো-জল থেকে সুরক্ষা দিতে একে আইপি৫৪ রেটেড বিল্ড সহ আনা হবে। সিকিউরিটির জন্য থাকবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
Comments are closed.