লঞ্চের আগেই Tecno Spark Go 2024-এর স্পেসিফিকেশন ফাঁস, এই সস্তা ফোন কী কী অফার করবে দেখুন
Tecno Spark Go 2024 আজই থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর অনুমোদন লাভ করেছে। সেই...Tecno Spark Go 2024 আজই থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর অনুমোদন লাভ করেছে। সেই খবর সামনে আসার পর এখন স্মার্টফোনটি গুগল প্লে কনসোল (Google Play Console) সাইটে উপস্থিত হয়েছে বলে জানা গিয়েছে। যার লিস্টিং থেকে রেন্ডার সহ বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে। Tecno Spark Go 2024 গত জানুয়ারিতে লঞ্চ হওয়া Spark Go 2023-এর উত্তরসূরি হিসেবে আসবে।
Tecno Spark Go 2024-কে দেখা গেল Google Play Console ডেটাবেসে
টেকনো স্পার্ক গো ২০২৪ গুগল প্লে কনসোল (Google Play Console)-এ BG-6 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। রেন্ডার অনুসারে, স্মার্টফোনটিতে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে রয়েছে। সার্টিফিকেশন লিস্টিংটি প্রকাশ করেছে যে, এটির ডিসপ্লে রেজোলিউশন ৭২০ x ১,৬১২ পিক্সেল এবং স্ক্রিন ডেনসিটি ৩২০ ডিপিআই।
কোর স্পেসিফিকেশনের ক্ষেত্রে, টেকনো স্পার্ক গো ২০২৪-কে ইউনিসক টি৬০৬ প্রসেসরের সাথে তালিকাভুক্ত করা হয়েছে, যাতে ১.৬ গিগাহার্টজে রান করা দুটি কর্টেক্স-এ৭৫ কোর এবং ১.৬ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখিত প্রসেসরটি গ্রাফিক্সের জন্য মালি জি৫৭ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে। এছাড়া, স্মার্টফোনটি ৩ জিবি র্যাম করবে এবং অ্যান্ড্রয়েড ১৩ ওএস-এ চলবে বলে জানা গেছে।
এই তথ্যগুলি ছাড়া, গুগল প্লে কনসোল Tecno Spark Go 2024-এর আর কিছু উল্লেখ করেনি। তবে ইউরোফিন্স প্রোডাক্ট সার্টিফিকেশন পেজ অনুসারে, স্মার্টফোনটি ৪,৯০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে আসবে। ইতিমধ্যেই, ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর ছাড়পত্র পাওয়ার ফলে Tecno Spark Go 2024 4G এবং ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি সাপোর্ট করবে বলে নিশ্চিত করা গিয়েছে। ফোনটি তার পূর্বসূরির মতোই সস্তায় বাজারে আসতে চলেছে।