সবচেয়ে সস্তায় 6GB র‍্যাম, 90hz স্ক্রিন, ভারতে Tecno Spark Go 2024 লঞ্চ হবে 4 ডিসেম্বর

টেকনো নভেম্বরে মালয়েশিয়ায় Tecno Spark Go 2024 নামে এক বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। আর এখন ব্র্যান্ডটি ভারতীয় বাজারে...
Ananya Sarkar 1 Dec 2023 12:00 PM IST

টেকনো নভেম্বরে মালয়েশিয়ায় Tecno Spark Go 2024 নামে এক বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। আর এখন ব্র্যান্ডটি ভারতীয় বাজারে সেটি উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। টেকনো এবার অবশেষে ভারতের জন্য ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি, কোম্পানির তরফে আসন্ন Tecno Spark Go 2024-এর স্পেসিফিকেশন এবং মূল্য টিজ করা হয়েছে। ইতিমধ্যেই, এই টেকনো হ্যান্ডসেটটি অ্যামাজন থেকে কেনার জন্য উপলব্ধ হবে বলে নিশ্চিত করা হয়েছে।

ভারতে Tecno Spark Go 2024 লঞ্চের তারিখ এবং বৈশিষ্ট্য

টেকনো স্পার্ক গো ২০২৪ ভারতের বাজারে ৪ ডিসেম্বর আত্মপ্রকাশ করতে চলেছে৷ জানা গেছে যে, ফোনটি ডিটিএস (DTS) দ্বারা টিউন করা ডুয়েল স্টেরিও স্পিকার দ্বারা সজ্জিত হবে। এটি একটি অপ্রকাশিত অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে এবং চার্জ করার জন্য একটি ইউএসবি-সি পোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করবে। ফোনটি ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ অফার করবে বলে নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার জন্য, টেকনো স্পার্ক গো ২০২৪-এর পাওয়ার বাটনে এম্বেড করা একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

আগের একটি টিজার প্রকাশ করেছে যে, টেকনো স্পার্ক গো ২০২৪ ডায়নামিক পোর্ট যুক্ত কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ আসবে। ডায়নামিক পোর্ট আসলে অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের অনুরূপ একটি ফিচার, যা কল, চার্জিং অ্যালার্ট-এর মতো বিভিন্ন নোটিফিকেশনগুলি দেখাবে৷ এই ফোনের ডিসপ্লেটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

এছাড়াও, টিজারগুলি নিশ্চিত করেছে যে Tecno Spark Go 2024-এর কিছু ফিচার ‘সেগমেন্ট-ফার্স্ট’ হবে, অর্থাৎ ফোনটি দামের তুলনায় উৎকৃষ্ট মানের কিছু ফিচার অফার করবে, যা মূল্যের অন্য ফোনে দেখা যাবে না। ফোনটির দাম ৮,০০০ টাকারও নীচে থাকবে বলেই খবর। এক টিপস্টারের দাবি, দাম হতে পারে ৬,৯৯৯ টাকা।

Show Full Article
Next Story