মাত্র 6999 টাকায় বাজারে আসছে Tecno Spark Go 2024, থাকবে ডুয়েল সেলফি ক্যামেরা এলইডি ফ্ল্যাশ

Tecno খুব শীঘ্রই ভারতের বাজারে Tecno Pop 8 নামের একটি নয়া স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আলোচ্য মডেলটির পাশাপাশি আরেকটি এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটকেও বাজারে নিয়ে আসা হতে…

Tecno খুব শীঘ্রই ভারতের বাজারে Tecno Pop 8 নামের একটি নয়া স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আলোচ্য মডেলটির পাশাপাশি আরেকটি এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটকেও বাজারে নিয়ে আসা হতে পারে। আসলে সম্প্রতি Tecno Spark Go 2024 স্মার্টফোনকে গুগল প্লে কনসোল (Google Play Console) -এর ডেটাবেসে খুঁজে পাওয়া গিয়েছে। আবার আজ জনপ্রিয় টিপস্টার পারাশ গুগলানি (Paras Guglani), এদেশে Tecno Spark Go 2024 স্মার্টফোনের দাম ফাঁস করেছেন। একই সাথে, ডিভাইসটির ডিজাইন রেন্ডার এবং কয়েকটি কী-ফিচারও শেয়ার করেছেন।

ভারতে কত দাম রাখা হবে Tecno Spark Go 2024 স্মার্টফোনের

টিপস্টার পারাশ গুগলানির দাবি অনুসারে, এদেশে টেকনো স্পার্ক গো ২০২৪ স্মার্টফোনটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। এর দাম ৬,৯৯৯ টাকা রাখা হতে পারে।

Tecno Spark Go 2024 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ফিচারের কথা বললে, স্পার্ক-সিরিজের অধীনে আসন্ন টেকনো স্পার্ক গো ২০২৪ স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে প্যানেল থাকবে। এই টাচ-স্ক্রিনের ডিজাইন হবে পাঞ্চ হোল (কেন্দ্রীভূত) স্টাইলের, এবং এতে আইফোনের ন্যায় ডায়নামিক পোর্ট ফিচার সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য ডিভাইসে ইউনিসক টি৬০৬ প্রসেসর এবং মালি জি৫৭ জিপিইউ ব্যবহার করা হবে। এটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে। তবে ফোনটি অতিরিক্তভাবে আরো ৪ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ফিচার সাপোর্ট করবে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো হবে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) মিলবে।

Tecno Spark Go 2024 স্মার্টফোনের পেছনে ডুয়েল LED ফ্ল্যাশ সমেত ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার এবং AI লেন্স থাকবে। আবার ডিভাইসের সামনে ডুয়েল LED ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেলের সেলফি সেন্সর দেখা যাবে বলে জানা যাচ্ছে। অডিও বিভাগের কথা বললে, এই ফোন ডিটিএস অডিও টেকনোলজি সমর্থিত স্টেরিও স্পিকার সেটআপ অফার করবে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ প্রসেসর এবং ক্যামেরা বিভাগে উত্তরসূরিটি পূর্বসূরি Spark Go 2023 -এর তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেডেশন অফার করবে।

এছাড়া, ফাঁস হওয়া তথ্যাদির ভিত্তিতে একটা বিষয় স্পষ্ট যে আপকামিং Tecno Spark Go 2024 এবং Tecno Pop 8 ফোনের বেশ কয়েকটি স্পেসিফিকেশন প্রায় একরকম হবে।