স্রেফ 6,799 টাকায় 8GB র্যাম ও 128 জিবি স্টোরেজ, দারুণ অফার নিয়ে হাজির Tecno
টেকনো গত বছর ডিসেম্বরে Tecno Spark Go 2024 লঞ্চ করেছিল। তখন ফোনটি ৩ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ৬৪...টেকনো গত বছর ডিসেম্বরে Tecno Spark Go 2024 লঞ্চ করেছিল। তখন ফোনটি ৩ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনে বাজারে ছাড়া হয়েছিল। তবে এখন লঞ্চের মাস দুয়েকের মধ্যেই, টেকনো ভারতে Spark Go 2024-এর একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এটি বেস মডেলের দ্বিগুণ স্টোরেজ অফার করে।
Tecno Spark Go 2024-এর নতুন ভ্যারিয়েন্ট
টেকনো স্পার্ক গো ২০২৪ এখন ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজে লঞ্চ করেছে। এছাড়াও, এতে মিলবে ৪ জিবি ভার্চুয়াল র্যাম। টেকনো স্পার্ক গো ২০২৪-এর নতুন ভ্যারিয়েন্টটি এখন ৬,৭৯৯ টাকার বিশেষ লঞ্চ মূল্যে পাওয়া যাচ্ছে, যা বেস মডেলের সমান। স্পার্ক গো ২০২৪ অ্যামাজনে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে কেনা যাবে। এটি মিস্টিক হোয়াইট এবং গ্র্যাভিটি ব্ল্যাক কালারে মিলবে।
বর্ধিত স্টোরেজ ছাড়া, টেকনো স্পার্ক গো ২০২৪-এর নতুন মডেলটির বাকি স্পেসিফিকেশন একই রয়েছে। এটি ৬.৫৬ ইঞ্চির পাঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে সহ এসেছে, যা এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্মার্টফোনটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। এই ফোনে ডায়নামিক আইল্যান্ডের অনুরূপ ফিচারও রয়েছে, যা নোটিফিকেশন দেখানোর জন্য ব্যবহার করা হয়।
Tecno Spark Go 2024-এর পিছনে বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে, যা ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এআই (AI) লেন্স দ্বারা গঠিত। ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা বিদ্যমান। এতে Unisoc T606 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে।