6799 টাকায় কিনুন 8 জিবি র‌্যাম ও 90Hz ডিসপ্লের ফোন, পাবেন iPhone এর ফিচার

গত ৪ঠা ডিসেম্বর ভারতে লঞ্চ হয় Tecno Spark Go 2024। তখন ডিভাইসটি মোট দুটি স্টোরেজ অপশনের সাথে এসেছিল, যথা - বেস ৩ জিবি...
SUMAN 9 Feb 2024 5:28 PM IST

গত ৪ঠা ডিসেম্বর ভারতে লঞ্চ হয় Tecno Spark Go 2024। তখন ডিভাইসটি মোট দুটি স্টোরেজ অপশনের সাথে এসেছিল, যথা - বেস ৩ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং উচ্চতর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ। কিন্তু সম্প্রতি সংস্থাটি এদেশের বাজারে তাদের এই Spark-সিরিজের হ্যান্ডসেটের জন্য একটি নয়া স্টোরেজ ভ্যারিয়েন্টের ঘোষণা করেছে। এক্ষেত্রে নতুন ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পটি আজ (৯ই ফেব্রুয়ারি) প্রথমবার ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হল। জানিয়ে রাখি, Tecno Spark Go 2024 হল একটি এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট যা ইউনিসক টি৬০৬ প্রসেসর দ্বারা চালিত।

Tecno Spark Go 2024 ফোনের ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের দাম এবং সেল অফার

ভারতের বাজারে টেকনো স্পার্ক গো ২০২৪ স্মার্টফোনের নয়া ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,২৯৯ টাকা রাখা হয়েছে। আপনারা আজ এই মুহূর্ত থেকেই হ্যান্ডসেটটি অনলাইন শপিং সাইট অ্যামাজন থেকে কিনে নিতে পারবেন। সর্বোপরি লঞ্চ অফারের অংশ হিসাবে, ফোনটির ১২৮ জিবি স্টোরেজ অপশনের সাথে ফ্লাট ৫০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হবে বলেও জানা গেছে।

জানিয়ে রাখি, টেকনো স্পার্ক গো ২০২৪ স্মার্টফোনের ৩ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশন যথাক্রমে ৬,৬৯৯ টাকায় ও ৭,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল।

Tecno Spark Go 2024 এর স্পেসিফিকেশন ও ফিচার

বক্সি এবং কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টরের সাথে আসা টেকনো স্পার্ক গো ২০২৪ স্মার্টফোনে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের উপরিভাগে ডায়নামিক পোর্ট ফিচার সহ পাঞ্চ-হোল কাটআউট আছে, যা অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো কাজ করে, অর্থাৎ নোটিফিকেশন প্রদর্শন করে। ডিভাইসটি ইউনিসক টি৬০৬ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ১৩ (HiOS 13) কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে এসেছে। এই ফোনে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব।

Tecno Spark Go 2024 ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থিত। এই ক্যামেরাগুলি হল - ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স। এদিকে ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। উন্নত অডিও অভিজ্ঞতার জন্য এতে ডিটিএস (DTS) দ্বারা টিউন করা ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে, যা ৪০০% জোরে সাউন্ড আউটপুট অফার করে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এছাড়া নিরাপত্তার জন্য পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেডেড থাকছে।

Show Full Article
Next Story