স্মার্টফোনে ট্রান্সফর্মারের ছোঁয়া! এন্ট্রি নিচ্ছে Tecno-র অপ্টিমাস প্রাইম ও বাম্বেলবি ফোন

ট্রান্সফরমার্স ফ্যানদের জন্য সুখবর। Tecno Spark 30 সিরিজের Optimus Prime এবং Bumblebee Special Edition শীঘ্রই আসছে বাজারে। টেকনো তাদের এই আকর্ষণীয় ডিজাইনের Spark 30 লাইনআপের…

Tecno Teams up With Transformers for September Launch of Spark 30 Series optimus Prime and Bumblebee Edition

ট্রান্সফরমার্স ফ্যানদের জন্য সুখবর। Tecno Spark 30 সিরিজের Optimus Prime এবং Bumblebee Special Edition শীঘ্রই আসছে বাজারে। টেকনো তাদের এই আকর্ষণীয় ডিজাইনের Spark 30 লাইনআপের ফোনগুলির জন্য ট্রান্সফরমার্স ফ্র্যাঞ্চাইজির সাথে যৌথভাবে কাজ করেছে। আসুন Tecno Spark 30 স্মার্টফোন লাইনআপের নতুন স্পেশাল এডিশনের ডিভাইসগুলি সর্ম্পকে জেনে নেওয়া যাক।

Tecno Spark 30 সিরিজের Optimus Prime এবং Bumblebee Special Edition শীঘ্রই আসছে বাজারে

টেকনো চলতি বছরের সেপ্টেম্বরে টেকনো স্পার্ক 30 ট্রান্সফরমার স্পেশাল এডিশন লঞ্চ করতে চলেছে। এই সহযোগিতার ফলে আইকনিক ট্রান্সফরমার চরিত্রগুলির দ্বারা অনুপ্রাণিত একটি অভিনব স্মার্টফোন রিডিজাইন হয়েছে। টিজার ইমেজ দেখে, অটোবট থেকে অপ্টিমাস প্রাইম এবং বাম্বলবি বাহ্যিক এবং ইউজার ইন্টারফেস ডিজাইনের জন্য ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ, এটি কেবল একটি বাহ্যিক পরিবর্তন নয়, বরং এতে একটি বিশেষ কাস্টমাইজড ইউজার ইন্টারফেসও অন্তর্ভুক্ত থাকবে।

অপ্টিমাস প্রাইমের অনুপ্রেরণা হিসাবে সংস্করণটি অ্যাঙ্গুলার ডিজাইন এবং আইকনিক ব্লু এবং রেড কালার অপশনে দেখা যেতে পারে। অন্যদিকে, বাম্বলবি অপশনে মাঝখানে রেসিং স্ট্রিপ সহ স্বীকৃত ব্ল্যাক এবং ইয়েলো কালার রয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে, টেকনোর লক্ষ্য হল নস্টালজিক আবেদনের সাথে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি স্মার্টফোন অফার করার মাধ্যমে জেন জি এবং নবীন ইউজার এবং সেইসাথে ট্রান্সফরমার প্রেমীদের মন জয় করা।

এটি আসন্ন মুভি ট্রান্সফরমার্স ওয়ানের মুক্তির সাথেও মিলে যায়। টেকনো এখনও Tecno Spark 30 সিরিজ উন্মোচন করেনি, তবে এর লিমিটেড এডিশনের মডেলগুলি নিশ্চিত করা হয়েছে। এই ঘোষণার সাথে এই ডিভাইসগুলির একটি আভাসও পাওয়া যায়৷ টেকনোর জেনারেল ম্যানেজার জ্যাক গুয়ো জানিয়েছেন যে পাওয়ারহাউস ট্রান্সফরমার্স ফ্র্যাঞ্চাইজির সাথে যোগ দিতে পেরে তারা আনন্দিত। এই কোলাবরেশনটি আধুনিক ডিজাইন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য টেকনোর নিরলস সাধনার প্রমাণ, কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার জন্য কোম্পানির ক্রমাগত প্রচেষ্টাকে প্রতিফলিত করে, যা বিশ্বব্যাপী তরুণ ইউজারদের সাথে কোম্পানির বন্ধনকে শক্তিশালী করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন