নতুন বছরে সেরা ক্যামেরা ফোন কিনতে চান? 15000 টাকার কমে 108 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন দেখে নিন

15,000 টাকার কমে 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোন - Redmi 13 5G, TECNO POVA 6 NEO 5G, Realme 12 5G

Suman Patra 23 Dec 2024 10:45 AM IST

আপনি যদি ক্রিসমাস এবং নতুন বছর উপলক্ষে একটি নতুন ফোন কিনতে চান তাহলে অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে ঢুঁ মারতে পারেন। কম বাজেটে দুর্দান্ত ক্যামেরা সেটআপের স্মার্টফোন কেনার বড় সুযোগ দিচ্ছে ই-কমার্স সাইটটি। 108 মেগাপিক্সেল ক্যামেরার বেশ কয়েকটি ডিভাইস 15,000 টাকারও কম দামে বিক্রি করছে অ্যামাজন। আপনি নীচে উল্লিখিত ডিভাইসগুলির মধ্যে থেকে সঠিক মডেলটি বেছে নিতে পারেন।

15,000 টাকার কমে 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোন

Redmi 13 5G

আপনি অ্যামাজন থেকে রেডমি 13 5G এর 8 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট মাত্র 13,699 টাকায় কিনতে পারবেন। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর, 108MP প্রাইমারি ক্যামেরা এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5030mAh ব্যাটারি রয়েছে। এটি প্রিমিয়াম ফিনিশ সহ এসেছে।

TECNO POVA 6 NEO 5G

ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে টেকনোর এই ডিভাইসের 8 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 13,999 টাকায় কিনতে পারবেন। এই ফোনের সাথে আপনি অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাবেন – এর মধ্যে 1,000 টাকার ডিসকাউন্ট কুপন এবং 1,000 টাকার এসবিআই কার্ড ছাড় অন্তর্ভুক্ত রয়েছে। এই স্মার্টফোনে রয়েছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি।

Realme 12 5G

রিয়েলমির ডিভাইসটির 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অ্যামাজনে মাত্র 14,130 টাকায় পাওয়া যাচ্ছে। আবার আপনি এসবিআই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা অতিরিক্ত ছাড় পাবেন। এই ফোনে রয়েছে 108 মেগাপিক্সেল 3x জুম পোর্ট্রেট ক্যামেরা এবং 45 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি।

Show Full Article
Next Story