নতুন বছরের শুরুতেই সস্তা এই 3টি 200MP ক্যামেরার ফোন, ছাড় পাবেন 20 হাজার টাকা অবধি

নতুন বছর শুরু হয়েছে – এই মুহূর্তে চলছে নানারকম কেনাকাটার পালা। সেক্ষেত্রে আপনি যদি এখন ফটোগ্রাফির জন্য ভালো...
Anwesha Nandi 2 Jan 2024 2:47 PM IST

নতুন বছর শুরু হয়েছে – এই মুহূর্তে চলছে নানারকম কেনাকাটার পালা। সেক্ষেত্রে আপনি যদি এখন ফটোগ্রাফির জন্য ভালো ক্যামেরাওয়ালা একটি স্মার্টফোন কিনতে চান, তাও আবার কম খরচে, তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই। কারণ তেমন বিশেষ উপলক্ষ বা সেল না থাকলেও ৩০ হাজার টাকা বাজেটে সেরা তিনটি 200MP ক্যামেরা ফোন বিপুল ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে Flipkart। আর এই প্রতিবেদনে আমরা নিউ ইয়ার অফারে উপলব্ধ সেইসব ফোন সম্পর্কেই কথা বলব, যা থেকে আপনি খরচের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন এবং ক্যামেরা ছাড়াও অন্যান্য ফিচার সম্পর্কে তথ্য পাবেন।

২৪-এর শুরুতেই এই ৩টি ভালো ক্যামেরা ফোনে অফার দিচ্ছে Flipkart

১. Realme 11 Pro+ 5G: এর ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ২৯,৯৯৯ টাকা হলেও এখন এটি ফ্লিপকার্টে ২৫,৯৯৯ টাকায় পাবেন।

এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৫,০০০ ব্যাটারি, ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার আছে।

২. Redmi Note 12 Pro+ 5G: এই ফোনের ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৩৩,৯৯৯ টাকা, যা এখন ২৭,৯৯৯ টাকায় কেনার সুযোগ মিলছে।

এটিও ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৬.৬৭ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর এবং ৪,৯৮০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

৩. Infinix Zero Ultra: এর ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৪৯,৯৯৯ টাকা হলেও, বর্তমানে এটি অনলাইনে ২৯,৯৯৯ টাকায় মিলছে।

এই ফোনেও ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। সাথে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮ ইঞ্চি ডিসপ্লে, ডাইমেনসিটি ৯২০ ৫জি প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি।

Show Full Article
Next Story