6999 টাকা থেকে শুরু, Motorola-র এই তিনটি স্মার্টফোন পাওয়া যাচ্ছে 10 হাজার টাকার কমে
Motorola বর্তমানে ভারত সহ বিশ্ব বাজারে জনপ্রিয় এক স্মার্টফোন ব্র্যান্ডের নাম। সংস্থাটি গত কয়েকবছরে একের পর এক...Motorola বর্তমানে ভারত সহ বিশ্ব বাজারে জনপ্রিয় এক স্মার্টফোন ব্র্যান্ডের নাম। সংস্থাটি গত কয়েকবছরে একের পর এক হ্যান্ডসেট লঞ্চ করেছে। আর আসন্ন ফেস্টিভ সেলে সংস্থার এই ফোনগুলি ডিসকাউন্ট অফার সহ পাওয়া যাবে। তবে এই প্রতিবেদনে আমরা সংস্থার সব ফোনের সাথে পাওয়া অফারের কথা না বলে, তিনটি এমন স্মার্টফোনের বিষয়ে বলবো, যেগুলি ১০ হাজার টাকার কমে কেনা যাবে। এদের মধ্যে সবচেয়ে সস্তা ফোনের দাম ৬,৯৯৯ টাকা। আর এই ডিভাইসগুলিতে ৫০ মেগাপিক্সেল পর্যন্ত প্রাইমারি ক্যামেরা ও ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে।
Motorola E22s
ফ্লিপকার্টে Motorola E22s এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি + ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
Motorola G45 5G
১০ হাজার টাকার কমে ফ্লিপকার্টে এই মোটোরোলা ফোনটি কেনা যাবে ৯,৯৯৯ টাকায়। এতে আছে ৬.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর এতে আল্ট্রা প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন দেখা যাবে। এই হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মোটোরোলার এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা বর্তমান। সেলফির জন্য, এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।
Motorola G04
মোটোরোলা জি০৪ এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৯৯৯ টাকা। মোটোরোলার এই এন্ট্রি লেভেলের ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চি ডিসপ্লে উপস্থিত। র্যাম বুস্ট ফিচারের সাহায্যে হ্যান্ডসেটের মোট র্যাম ৮ জিবি পর্যন্ত। এতে ইউনিসোক টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির প্রাইমারি রিয়ার ক্যামেরার রেজোলিউশন ১৬ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।