Samsung এর এই স্মার্টফোনগুলিতে ৭ বছর ধরে আসবে Android আপডেট, দেখুন লিস্ট
অ্যাপল তাদের আইফোন মডেলগুলিতে দীর্ঘদিন ধরে আপডেট দিয়ে থাকে। তবে এতদিন অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা বেশিদিন তাদের ডিভাইসের জন্য আপডেট রোলআউট করত না। যদিও গত কয়েকবছরে…
অ্যাপল তাদের আইফোন মডেলগুলিতে দীর্ঘদিন ধরে আপডেট দিয়ে থাকে। তবে এতদিন অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা বেশিদিন তাদের ডিভাইসের জন্য আপডেট রোলআউট করত না। যদিও গত কয়েকবছরে Google সহ বিভিন্ন ব্র্যান্ড প্রতিশ্রুতি দিয়েছে যে, তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলির সাথে ৫ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। তবে এই সমস্ত ব্র্যান্ডকেও পিছনে ফেলে দিয়েছে Samsung। তারা এখন প্রিমিয়াম স্মার্টফোনগুলির সাথে ৭ বছর পর্যন্ত আপডেট দেবে বলে জানিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে ডিভাইসগুলি ভালো থাকবে।
Samsung এর এই ফোনগুলি পাবে ৭ বছর ধরে ওএস আপডেট
Samsung Galaxy S24
Samsung Galaxy S24+
Samsung Galaxy S24 Ultra
Samsung Galaxy S24 FE
Samsung Galaxy Z Fold 6
Samsung Galaxy Z Flip 6
Samsung Galaxy Tab S10
Samsung Galaxy Tab S10+
অর্থাৎ মোট আটটি Samsung স্মার্টফোনের সাথে ৭ বছর ওএস আপডেট উপভোগ করা যাবে। তবে আপনার মনে হতে পারে যে, সংস্থাটি এত ফোন লঞ্চ করলেও কেবল আটটি ডিভাইসের সাথে কেবল এই সুবিধা কেন পাওয়া যাবে। আসলে স্যামসাং পুরানো গ্যালাক্সি ডিভাইসগুলির জন্য নতুন আপডেট নীতি ঘোষণা করেনি।
এই লিস্টে সেই সমস্ত Samsung ডিভাইস অন্তর্ভুক্ত যারা অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হয়েছে। তাই এগুলিতে আরও ৭ বছর অর্থাৎ অ্যান্ড্রয়েড ২১ পর্যন্ত আপডেট আসতে পারে। ফলে এখন যে ফোনগুলি লঞ্চ হচ্ছে সেগুলি এই ২০৩১ সাল পর্যন্ত ওয়ান ইউআই আপডেট এবং সিকিউরিটি প্যাচ পেতে পারে।
উল্লেখ্য, ফোন সবসময় আপডেট রাখাই ভালো। এরফলে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাটাক করতে পারে না। পাশাপাশি নতুন নতুন ফিচার ব্যবহারের সুযোগ পাওয়া যায়।
অ্যাপল তাদের আইফোন মডেলগুলিতে দীর্ঘদিন ধরে আপডেট দিয়ে থাকে। তবে এতদিন অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা বেশিদিন তাদের ডিভাইসের জন্য আপডেট রোলআউট করত না। যদিও গত কয়েকবছরে…