নতুন Smartphone কিনবেন? ২০২৪ সাল শেষ হওয়ার আগে লঞ্চ হচ্ছে এই ছয়টি ফোন

Upcoming Smartphones Launch - রেডমি এমাসের শেষের দিকে রেডমি কে৮০ সিরিজের দুটি ফোন - রেডমি কে৮০ এবং রেডমি কে৮০ প্রো লঞ্চ করবে। রিপোর্ট অনুসারে, স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলটি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটগুলির সাথে আসবে।

Ananya Sarkar 9 Nov 2024 11:39 PM IST

ফ্ল্যাগশিপ প্রাইস ট্যাগ ছাড়া শক্তিশালী ফোনের সন্ধানে থাকা ব্যক্তিদের জন্য সুখবর! আগামী কয়েকটি মাস নতুন ফোনে আপগ্রেড করার জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আসলে এক সুপরিচিত টিপস্টার জানিয়েছেন যে, একাধিক ব্র্যান্ড তাদের লেটেস্ট সাব-ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি চলতি বছরের শেষের দিকে বাজারে লঞ্চ করবে। এর মধ্যে অন্যতম হল রেডমি (Redmi), ওয়ানপ্লাস (OnePlus) এবং আইকো (iQOO)-এর মতো ব্র্যান্ড৷ আসুন ব্র্যান্ডগুলির আপকামিং ডিভাইসগুলি সর্ম্পকে জেনে নেওয়া যাক।

একাধিক ব্র্যান্ড নতুন সাব-ফ্ল্যাগশিপ ফোন আনছে বাজারে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, রেডমি এমাসের শেষের দিকে রেডমি কে৮০ সিরিজের দুটি ফোন - রেডমি কে৮০ এবং রেডমি কে৮০ প্রো লঞ্চ করবে। রিপোর্ট অনুসারে, স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলটি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটগুলির সাথে আসবে। আইকো নিও ১০ সিরিজটিও নভেম্বরে স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্ট সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আইকো নিও ১০ হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ অন্তর্ভুক্ত থাকতে পারে। আর প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট থাকতে পারে। ওয়ানপ্লাসের ‘ফ্ল্যাগশিপ কিলার’ মডেলগুলিও বেশ জনপ্রিয়।

ব্র্যান্ডটি ওয়ানপ্লাস এস ৫ সিরিজের সাথে বাজারে আসতে চলেছে। এটি গত বছরের এস ৪ সিরিজের উত্তরসূরি হবে এবং শোনা যাচ্ছে যে ওয়ানপ্লাস এস ৫ সিরিজ প্রাথমিকভাবে শুধুমাত্র একটি স্ট্যান্ডার্ড মডেলের সাথে লঞ্চ হতে পারে, তারপর ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এর প্রো সংস্করণ বাজারে আসবে।

পরিচিত ব্র্যান্ডগুলি ছাড়াও, শোনা যাচ্ছে যে অনার (Honor) বছরের শেষের দিকে তাদের নতুন ‘জিটি’ সিরিজটি প্রকাশ করবে। অন্যদিকে, রিয়েলমি (Realme) তাদের প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলির সাথে তাল মিলিয়ে চলার জন্য পরিচিত। তারাও শীঘ্রই রিয়েলমি জিটি নিও ৭ লঞ্চ করতে পারে। যারা কম দামে হাই-এন্ড প্রসেসিং পাওয়ার খুঁজছেন তাদের জন্য, রিয়েলমির ডিভাইসটি উপযুক্ত হতে পারে। আবার রেডমির ‘টার্বো’ সিরিজও লঞ্চ হবে। এগুলিতে ফ্ল্যাগশিপ-লেভেলের প্রসেসর থাকবে।

তবে মনে রাখবেন যে, বর্তমানে এই বিবরণগুলি সবই জল্পনার ওপর ভিত্তি করে এবং নির্মাতারা এখনও অফিসিয়াল স্পেসিফিকেশন বা লঞ্চের তারিখ নিশ্চিত করেননি। তাই, বছরের শেষ নাগাদ প্রত্যাশিত এই সাব-ফ্ল্যাগশিপ ফোনগুলি কি কি চমক নিয়ে হাজির হয়, সেটাই এখন দেখার। এগুলি এমন ফোন হতে পারে, যা ক্রেতার চাহিদা এবং বাজেট উভয়ই পূরণ করবে বলে আশা করা যায়।

Show Full Article
Next Story