6500 টাকা ছাড়ে Redmi-র 50 মেগাপিক্সেল ক্যামেরার এই সস্তা ফোন, কিনুন মাত্র 7500 টাকায়

Xiaomi সম্প্রতি তাদের সাব-ব্র্যান্ডের একটি হ্যান্ডসেটকে অতিশয় সস্তায় বিক্রি করার ঘোষণা করেছে। আমরা কথা বলছি গত ৩০শে...
SUPARNA 18 Sept 2023 3:38 PM IST

Xiaomi সম্প্রতি তাদের সাব-ব্র্যান্ডের একটি হ্যান্ডসেটকে অতিশয় সস্তায় বিক্রি করার ঘোষণা করেছে। আমরা কথা বলছি গত ৩০শে মার্চ ভারতে আত্মপ্রকাশ করা Redmi 12C মডেলটির প্রসঙ্গে। আলোচ্য হ্যান্ডসেটকে আপনারা সীমিত সময়ের জন্য ৪৫% ডিসকাউন্টের সাথে কিনে নিতে পারবেন। আর যদি নো-কস্ট ইএমআই বিকল্পের লাভ ওঠানো যায়, তবে মাসিক খুবই স্বল্প পরিমাণ টাকা প্রদানের বিনিময়ে ফোনটিকে বাড়ি নিয়ে আসা সম্ভব। আগ্রহীদের জানিয়ে রাখি, Redmi 12C স্মার্টফোনকে আপনারা এই মুহূর্তে Xiaomi India -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে উল্লেখিত ডিলের সাথে ফোনটি কিনে নিতে পারবেন।

অতিশয় সস্তায় বিক্রি করা হচ্ছে Redmi 12C স্মার্টফোন, জানুন অফার সম্পর্কে

রেডমি ১২সি স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৩,৯৯৯ টাকা। এটিকে এখন শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে ৪৫% বা ৬,৫০০ টাকা ডিসকাউন্টের সাথে মাত্র ৭,৫৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। আবার যেসকল ক্রেতারা কিস্তিতে টাকা শোধ করতে ইচ্ছুক, তাদের জন্য নো-কস্ট ইএমআই বিকল্পও দেওয়া হবে। এটিকে – ল্যাভেন্ডার পার্পল, ম্যাট ব্ল্যাক, মিন্ট গ্রিন এবং রয়্যাল ব্লু কালার বিকল্পে পাওয়া যাবে৷

Redmi 12C এর স্পেসিফিকেশন

রেডমি ১২সি স্মার্টফোনে রয়েছে ৬.৭১-ইঞ্চির এইচডি প্লাস (১,৬৫০ x ৭২০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল, যা ২০.৬:৯ এসপেক্ট রেশিও, ৫০০ নিট পিক ব্রাইটনেস ও ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ-নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। আবার ডিভাইসের পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং এফ/২.৪ অ্যাপারচার যুক্ত ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

পারফরম্যান্সের জন্য Redmi 12C স্মার্টফোনে মালি-জি৫২ এমসি২ জিপিইউ এবং মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। এই ডিভাইসে ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। তদুপরি, কানেক্টিভিটি অপশন হিসাবে – ডুয়েল সিম স্লট, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত৷ পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 12C ফোনে ১০ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। আর সিকিউরিটি ফিচার হিসাবে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার উপলব্ধ।

Show Full Article
Next Story