রাতে লঞ্চ হবে নতুন iPhone 14 সিরিজ, তার আগেই এই দেশে নিষিদ্ধ হল আইফোন বিক্রি

ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে যে, ভারতীয় সময় অনুযায়ী আজ অর্থাৎ ৭ই সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় Apple (অ্যাপল)-এর প্রতীক্ষিত...
Anwesha Nandi 7 Sept 2022 1:45 PM IST

ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে যে, ভারতীয় সময় অনুযায়ী আজ অর্থাৎ ৭ই সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় Apple (অ্যাপল)-এর প্রতীক্ষিত লঞ্চ ইভেন্ট 'Far Out' (ফার আউট) অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, দীর্ঘ জল্পনাকে সত্যি করে এই ইভেন্টে iPhone 14 (আইফোন ১৪) সিরিজসহ নতুন Apple Watch, AirPods, iPad সহ একগুচ্ছ নতুন ডিভাইস লঞ্চ করবে টেক জায়ান্ট সংস্থাটি। তবে গোটা বিশ্বে প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে আইফোনের জনপ্রিয়তা বা আসন্ন সিরিজ নিয়ে অপেক্ষা তুঙ্গে থাকলেও, এবার একটি দেশে এই আইফোন বিক্রি নিয়েই বড় হোঁচট খেল Apple! আসলে সম্প্রতি ব্রাজিল সরকার সেদেশে iPhone 12 (আইফোন ১২) এবং সমস্ত লেটেস্ট আইফোন মডেল নিষিদ্ধ করেছে। শুধু তাই নয়, এরই সাথে সংস্থাকে কয়েক মিলিয়ন অঙ্কের জরিমানাও গুনতে হবে বলে জানা গিয়েছে। কিন্তু হঠাৎ কেন কাঠগড়ায় Apple?

ব্রাজিলে বন্ধ iPhone বিক্রি, কিন্তু কেন?

দ্য ভার্জ (The Verge)-এর রিপোর্ট অনুযায়ী, আইফোন ১২ সিরিজ লঞ্চের সময় অ্যাপল ঘোষণা করেছিল যে তারা ফোনের রিটেল বক্সের সাথে আর চার্জার সরবরাহ করবে না। এই সিদ্ধান্তের দরুন বিগত দুই বছরে লঞ্চ হওয়া নতুন আইফোন বা পুরনো মডেলের নতুন ম্যানুফ্যাকচার হওয়া সেট কিনলে, ক্রেতাদের আলাদা করে চার্জার সংগ্রহ করতে হচ্ছে। সেক্ষেত্রে সংস্থার এই নীতিতে বিরক্ত হয়েই ব্রাজিল সরকার আইফোন বিক্রির ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ, সেদেশে রিটেল বক্সের মধ্যে চার্জার নেই (মূলত আইফোন ১২ এবং পরবর্তী মডেল) এমন আইফোনের বিক্রি স্থগিত হয়েছে। এছাড়া, বিচার মন্ত্রণালয় অ্যাপলকে ১২.২৭৫ মিলিয়ন রিয়াস (২.৩৮ মিলিয়ন ডলার) মানে ভারতীয় মূল্যে প্রায় ১৯ কোটি টাকা জরিমানা করেছে বলেও রিপোর্টে উল্লিখিত হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আইফোনের সাথে চার্জার না দেওয়ার প্রেক্ষিতে অ্যাপল যুক্তি দিয়েছিল যে, ই-বর্জ্য তথা পরিবেশ দূষণ কমাতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু ব্রাজিলের প্রশাসন বলেছে যে, চার্জার ছাড়া আইফোন বিক্রি করে সংস্থা কেবল গ্রাহকদের খরচা বাড়াচ্ছে; তারা চাইলে পরিবেশগত প্রভাব কমাতে অন্যান্য উপায় (যেমন ইউএসবি টাইপ-সি অপশনে স্যুইচ করা) কাজে লাগাতে পারে। বলা হচ্ছে, এই একই কারণে অ্যাপলকে গত বছর ২ মিলিয়ন ডলার জরিমানা করেছিল ব্রাজিল, কিন্তু কোম্পানি ক্ষতিপূরণের জন্য কোন ব্যবস্থা তো নেয়ই-নি উল্টে চার্জার ছাড়াই এতদিন সেখানে ফোন বিক্রি চালিয়ে যাচ্ছে। আর তাই এবার সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হল।

নিঃসন্দেহে এ যে Apple-এর জন্যে একটি বড় ধাক্কা তাতে কোনো সন্দেহ নেই! কিন্তু আসন্ন iPhone 14 সিরিজ বা অন্যান্য মডেলগুলি ব্রাজিলের মত বড় বাজারে বিক্রির ক্ষেত্রে তারা কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার! কারণ হয় এবার Apple-কে সেদেশে আইফোন বিক্রি বন্ধ করতে হবে, নতুবা তাদের সরকারি ফতোয়া মেনে হ্যান্ডসেটের সাথে আগের মতই চার্জার অফার করতে হবে।

Show Full Article
Next Story