নতুন স্মার্ট টিভি খুঁজছেন? সাশ্রয়ী মূল্যে তিনটি স্ক্রিন সাইজে লঞ্চ হল Thomson Oath Pro Max

পুজোর মরসুমে Thomson আরও একটি নতুন স্মার্ট টিভি লাইনআপ ভারতে লঞ্চ করল। নয়া Thomson Oath Pro Max সিরিজ তিনটি ডিসপ্লে সাইজে এসেছে – ৪৩ ইঞ্চি,…

পুজোর মরসুমে Thomson আরও একটি নতুন স্মার্ট টিভি লাইনআপ ভারতে লঞ্চ করল। নয়া Thomson Oath Pro Max সিরিজ তিনটি ডিসপ্লে সাইজে এসেছে – ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি। সিরিজের প্রতিটি ভ্যারিয়েন্ট, HDR10+ টেকনোলজি সাপোর্ট সহ 4K রেজোলিউশনের ডিসপ্লে প্যানেল, প্রি-লোডেড গুগল অ্যাসিস্টেন্ট এবং ৪০ ওয়াট সাউন্ড আউটপুট অফার করবে। সিরিজের তিনটি টিভি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে রান করবে এবং এতে মিডিয়াটেক প্রসেসর পাওয়া যাবে। থাকবে ২ জিবি র‍্যাম ও ৮ জিবি অনবোর্ড স্টোরেজ। এছাড়া, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই ও ব্লুটুথ ভি৫ কানেকশন সমর্থন করবে এই টিভিগুলিতে। আসুন Thomson Oath Pro Max series এর দাম ও যাবতীয় ফিচার জেনে নেওয়া যাক।

Thomson Oath Pro Max series দাম ও লভ্যতা

থমসন ওথ প্রো ম্যাক্স সিরিজের ৪৩ ইঞ্চি মডেলের বিক্রয় মূল্য ২৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর, ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চির ডিসপ্লে ভ্যারিয়েন্টের দাম থাকছে যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা ও ৩৮,৯৯৯ টাকা। সদ্য লঞ্চ হওয়া এই সিরিজ ই-কমার্স প্লাটফর্ম Flipkart থেকে কেনা যাবে। যদিও তিনটি মডেলের সেলের তারিখ এখনো নিশ্চিত করা হয়নি। তবে আমরা দেখেছি যে, ফ্লিপকার্টে, ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি মডেল ‘সোলড আউট’ হিসাবে তালিকাভুক্ত আছে এবং ৪৩ ইঞ্চি মডেলের পাশে ‘কামিং সুন’ লেখা রয়েছে। যাইহোক, থমসনের লেটেস্ট তিনটি স্মার্ট টিভি শুধুমাত্র রোজ গোল্ড কালারে পাওয়া যাবে।

Thomson Oath Pro Max series স্পেসিফিকেশন

থমসন ওথ প্রো ম্যাক্স সিরিজে – ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি ও ৫৫ ইঞ্চির 4K আল্ট্রা এইচডি (৩,৮৪০x২,১৬০ পিক্সেল) IPS+ LED ডিসপ্লে দেখা যাবে। এই তিনটি মডেলের ডিসপ্লেই, ৪৫০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস, ৫০০০:১ কনট্রাস্ট রেশিও, ১৭৮° ভিউয়িং অ্যাঙ্গেল, ১৬:৯ এসপেক্ট রেশিও, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR 10+ টেকনোলজি সাপোর্ট করে। এই মডেল ত্রয়ীকে বেজেল-লেস ডিজাইনের সাথে নিয়ে আসা হয়েছে।

Thomson Oath Pro Max সিরিজের টিভিগুলিতে, ডলবি অডিও, ডলবি ডিজিটাল প্লাস, ডলবি এমএস ১২ এবং ডিটিএস ট্রুসারাউন্ড সাপোর্ট সহ স্টেরিও স্পিকার বক্স রয়েছে, যা ৪০ ওয়াট সাউন্ড আউটপুট অফার করবে। উক্ত সিরিজটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চালিত এবং এতে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করা যাবে। জানা যাচ্ছে, টিভি তিনটিতে ARM Cortex-A53 কোর সমন্বিত মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়েছে। যদিও প্রসেসরের নাম এখনো জানা যায়নি। আর থাকছে ২ জিবি র‍্যাম এবং ৮ জিবি অনবোর্ড স্টোরেজ।

কানেক্টিভিটির জন্য টিভি তিনটিতে, ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ ব্যান্ড সাপোর্ট সমেত ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট ইথারনেট পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক পাওয়া যাবে।