বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই ১০ স্মার্টফোন, প্রথম স্থানে Apple নাকি Samsung এর ফোন
বিগত কয়েক বছর ধরে সারা বিশ্বে Apple iPhone-এর জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আর ক্যানালিসের একটি সাম্প্রতিক রিপোর্ট...বিগত কয়েক বছর ধরে সারা বিশ্বে Apple iPhone-এর জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আর ক্যানালিসের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী স্মার্টফোনের বাজারে গত বছর iPhone দুর্দান্ত সাফল্য লাভ করেছে। যে কারণে Apple ২০২৩ সালে বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকার প্রথম দশের মধ্যে বেশ কয়েকটি স্থান দখল করেছে।
iPhone 14 Pro Max ডিভাইসটি সমগ্র বিশ্বের মধ্যে বিক্রির দিক দিয়ে সেরা ডিভাইস হিসেবে বিবেচিত হয়েছে। আর গত বছর সারা বিশ্বে এই ডিভাইসটির ৩৪ মিলিয়ন (৩.৪ কোটি) ইউনিট রপ্তানি করা হয়েছে। রপ্তানির দিক দিয়ে এর পরের স্থানেই আছে অ্যাপলের iPhone 15 Pro Max। যেটির বিক্রি ছাড়িয়েছে ৩৩ মিলিয়ন (৩.৩ কোটি) ইউনিট।
এদিকে, এই তালিকায় সপ্তম স্থানে থাকা iPhone 15 Pro এর ২১ মিলিয়ন (২.১ কোটি)ইউনিট বিক্রি হয়েছে। আর iPhone 15 এর বিক্রি ১৭ মিলিয়ন (১.৭ কোটি) ইউনিট ছাড়ানোয় দশম স্থানে আছে ডিভাইসটি।
হাই-এন্ড মার্কেটে Apple আধিপত্য বিস্তার করলেও, মিডরেঞ্জ সেগমেন্টে Samsung সাফল্য ধরে রেখেছে। কারণ, ২১ মিলিয়ন (২.১ কোটি,) ইউনিট শিপমেন্ট সহ Samsung Galaxy A14 4G বিশ্বব্যাপী তৃতীয় সর্বাধিক বিক্রিত স্মার্টফোন হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। এছাড়াও, Galaxy A54 5G, Galaxy A14 5G এবং Samsung A সিরিজের ডিভাইসগুলিও প্রশংসনীয় পারফরম্যান্স করে প্রথম ১০-এ নিজেদের জায়গা করেছে।
আইডিসি-এর তথ্য অনুযায়ী ২০২৩ সালে Apple যেখানে সারা বিশ্বে ২৩৪.৬ মিলিয়ন স্মার্টফোন শিপমেন্ট করেছে, সেখানে Samy ২২৬.৬ মিলিয়ন শিপমেন্ট করেছে। প্রসঙ্গত, ২০০৮ সালে প্রথম আইফোন লঞ্চের পর অ্যাপল এই প্রথম স্যামসাংকে পিছনে ফেললো।