মাস শেষে হোলি, রঙচঙে ছবি তুলতে কিনতে পারেন এই 3টি Smartphone, দাম 20 হাজারের কম
আপনি কি আসন্ন হোলি উৎসবের আগে একটি ভালো ক্যামেরাওয়ালা নতুন ফোন কিনতে চান? তাও আবার বাজেট সেগমেন্টে? চাপ নেই, আপনার জন্য...আপনি কি আসন্ন হোলি উৎসবের আগে একটি ভালো ক্যামেরাওয়ালা নতুন ফোন কিনতে চান? তাও আবার বাজেট সেগমেন্টে? চাপ নেই, আপনার জন্য বাজারে রয়েছে অনেক বিকল্প। আসলে এখন ২০ হাজার টাকা দামে অনেক দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন পাওয়া যায় – আর সংখ্যাটা এতটাই বেশি যে কোনটি ছেড়ে কোনটি কিনবেন তা বুঝে উঠতে বিভ্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে আপনার সুবিধার জন্য আজ আমরা OnePlus, Realme এবং Xiaomi-র এই ধরনের কিছু সেরা ফোনের তালিকা নিয়ে আজ হাজির হয়েছি, যেগুলি 108MP ক্যামেরার পাশাপাশি প্রিমিয়াম ডিজাইন এবং আরও অনেক কাজের ফিচার অফার করবে।
ইচ্ছেমতো ফটোগ্রাফি করতে পারবেন এই তিনটি সস্তা ফোন কিনলে
১. OnePlus Nord CE 3 Lite 5G: এই ফোনটিতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
এর বেস স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ১৭,৯৯৯ টাকা।
২. Redmi Note 13 5G: এই লেটেস্ট ফোনটি ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ পি-ওলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা অফার করবে।
এর প্রারম্ভিক মূল্যও ১৭,৯৯৯ টাকা।
৩. Realme 11 5G: এতে ১২০ হার্টজ ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ (6nm) প্রসেসর, ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম সাপোর্ট, ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন।
এটি অ্যামাজন (Amazon) থেকে ১৮,১৪৯ টাকায় কেনা যাবে।