দাম খুবই কম, Samsung Galaxy M14 5G এর মতো এই তিনটি ফোনে পাবেন 6000mAh ব্যাটারি
২০২৩ সালের প্রথম থেকে একের পর এক ভারতে বাজেট স্মার্টফোন লঞ্চ হচ্ছে। আপনি কম খরচেই এখন দুর্দান্ত ফিচারের ফোন এদেশে পেয়ে...২০২৩ সালের প্রথম থেকে একের পর এক ভারতে বাজেট স্মার্টফোন লঞ্চ হচ্ছে। আপনি কম খরচেই এখন দুর্দান্ত ফিচারের ফোন এদেশে পেয়ে যাবেন। আবার কয়েক সপ্তাহের মধ্যে আরও কয়েকটি বিকল্প এসে হাজির হচ্ছে। এদের মধ্যে অন্যতম Samsung Galaxy M14 5G। সম্প্রতি ভারতে এর সাপোর্ট পেজ লাইভ হয়েছে। এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ (6000mAh) ব্যাটারি। তবে এই হ্যান্ডসেটটি আসার আগে আপনি যদি কম দামে শক্তিশালী ব্যাটারির ফোন কিনতে চান, তাহলেও একাধিক বিকল্প পেয়ে যাবেন। আর এই মোবাইল ফোনগুলির দাম ১৫,০০০ টাকার অনেক কম।
6000mAh ব্যাটারির সেরা বাজেট Mobile Phone
Xiaomi Redmi 10 Power
শাওমি রেডমি ১০ পাওয়ার ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০ x ১৬৫০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ ফোরজি (৬ এনএম) প্রসেসর সহ এসেছে। আর এই ফোনে আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি।
Infinix Smart 7
ইনফিনিক্স স্মার্ট ৭-এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০×১৬১২ পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলে। এই ফোনে দেওয়া হয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি।
itel P40
আইটেল পি৪০ ফোনে পাওয়া যাবে ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ গো সংস্করণে অপারেটিং সিস্টেমে চলে। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এই ফোনে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি।