Flipkart Big Bachat Days Sale

2500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, Motorola স্মার্টফোন দারুন সস্তায় ফ্লিপকার্ট বিগ বাঁচাত ডেজ সেলে

Flipkart Big Bachat Days সেলে Motorola স্মার্টফোনগুলি 2,500 টাকা পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে। 5 ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে আপনি বাম্পার ডিসকাউন্টে স্মার্টফোন কিনতে পারবেন।

Suman Patra 1 Dec 2024 11:59 AM IST

Highlights

ফ্লিপকার্টে আজ থেকে শুরু হয়েছে বিগ বাঁচাত ডেজ সেল।

5 ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে আপনি বাম্পার ডিসকাউন্টে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন।

Flipkart Big Bachat Days সেলে Motorola-র স্মার্টফোনগুলি 2,500 টাকা পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে।

গতকাল শেষ হয়েছে ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেল। তবে আপনি যদি এই সেলের অফারগুলি হাতছড়া করে ফেলেন তাহলে চিন্তা করবেন না। কারণ ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে আজ থেকে শুরু হয়েছে বিগ বাঁচাত ডেজ সেল। 5 ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে আপনি বাম্পার ডিসকাউন্টে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন। তবে এই প্রতিবেদনে আমরা Motorola ব্র্যান্ডের ফোনের সাথে পাওয়া অফারগুলি সম্পর্কে বলবো। Flipkart Big Bachat Days সেলে কোম্পানির স্মার্টফোনগুলি 2,500 টাকা পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে। এদের সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

ফ্লিপকার্ট বিগ বাঁচাত ডেজ সেলে Motorola ফোনে অফার

Motorola G85 5G

মোটোরোলার এই স্মার্টফোনে 8 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 17,999 টাকা। এর সাথে 1500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 5% ছাড় মিলবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে রয়েছে 16,500 টাকা পর্যন্ত ছাড়। এই ফোনে 6.67 ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে রয়েছে। ডিভাইসটির প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Motorola Edge 50 Pro 5G

মোটোরোলা এজ 50 প্রো 5G এর 12 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা। ব্যাঙ্ক অফারে আপনি এর দাম আরও 2,500 টাকা পর্যন্ত কমাতে পারেন। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়াও রয়েছে 30,300 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। ফিচারের কথা বললে এই ফোনে 6.7 ইঞ্চি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। এই ডিভাইসে 4500mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 125W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Motorola Edge 50 Fusion

ফ্লিপকার্টের সেলে এই ডিভাইসটি বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এর 12 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা। সেলে আপনি 2500 টাকা পর্যন্ত ছাড়ে পেতে পারেন। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড পেমেন্টে 5% ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে 23,200 টাকা পর্যন্ত ছাড় থাকবে। কোম্পানি এই ফোনে 6.7-ইঞ্চি পোলেড কার্ভড ডিসপ্লে দিয়েছে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফির জন্য এতে 32-মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পাবেন।

Show Full Article
Next Story