Mobile Phone: দিল খুশ হয়ে যাবে ক্যামেরা থেকে পারফরম্যান্সে, এই তিনটি স্মার্টফোন আপনার জন্য সেরা

যদি আপনার বাজেট ৬০ হাজার টাকার কাছাকাছি হয় এবং আপনি লেটেস্ট কোনো ফোনের খোঁজে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।...
techgup 25 March 2023 8:21 PM IST

যদি আপনার বাজেট ৬০ হাজার টাকার কাছাকাছি হয় এবং আপনি লেটেস্ট কোনো ফোনের খোঁজে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা ২০২৩ সালের মার্চ মাসের সেরা কয়েকটি স্মার্টফোনের বিষয়ে বলবো। এই মোবাইল ফোনগুলির কয়েকটি আগেই বাজারে এসেছে, আবার কয়েকটি সম্প্রতি লঞ্চ হয়েছে। এই বাজেটে আপনি স্বাভাবিকভাবেই ফ্ল্যাগশিপ পারফরম্যান্সযুক্ত প্রিমিয়াম ফোন পাবেন। তাই এগুলিতে দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও ভালো ডিসপ্লেসহ পাওয়ারফুল ব্যাটারি পাওয়া যাবে।

ভারতে ৬০ হাজার টাকার রেঞ্জে সেরা স্মার্টফোন

iQOO 11 5G

iQOO 11 5G এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। এই ফোনে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চির ২কে (৩২০০x১৪৪০ পিক্সেল) Samsung E6 AMOLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিন। আবার এতে পাওয়া যাবে OIS-এনাবল ৫০ মেগাপিক্সেল Samsung GN5 প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

Apple iPhone 13

ব্যাংক অফারে iPhone 13 এর ১২৮ জিবি ভ্যারিয়েন্ট এখন ৫৯,৯৯০ টাকায় কেনা যাবে। এই আইফোন মডেলটি ৬.১-ইঞ্চির (২৫৩২×১১৭০ পিক্সেল) সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর ও আইওএস ১৫ অপারেটিং সিস্টেম সহ এসেছে। আবার ফটো ও ভিডিওগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য iPhone 13 মডেলে ৩,২৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy S22 5G

ফ্লিপকার্টে স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনটি ৫৩,৯৯০ টাকা থেকে কেনা যাবে। ফিচারের কথা বললে Samsung Galaxy S22 ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৩০০ নিটস ব্রাইটনেসযুক্ত ৬.১ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ এসেছে। ক্যামেরার কথা বললে এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ফোনে রয়েছে ৩,৭০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ওয়্যারড ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story