Moto Edge 50 Pro থেকে OnePlus 10T, এই তিনটি ফোনে পাবেন 150W ফাস্ট চার্জিং সাপোর্ট
Realme ইতিমধ্যেই তাদের 320W ফাস্ট চার্জিং প্রযুক্তি লঞ্চ করেছে। এই চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোন ৫ মিনিটেরও কম সময়ে...Realme ইতিমধ্যেই তাদের 320W ফাস্ট চার্জিং প্রযুক্তি লঞ্চ করেছে। এই চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোন ৫ মিনিটেরও কম সময়ে ১০০% পর্যন্ত চার্জ হয়ে যায়। সংস্থাটি তাদের আসন্ন ফ্ল্যাগশিপ মডেলগুলিতে এই নয়া চার্জিং প্রযুক্তি ব্যবহার করবে। যদিও সেগুলি আসতে এখনও কিছুমাস দেরি আছে। তবে এখন বাজারে অনেক দুর্দান্ত ফাস্ট চার্জিং স্মার্টফোন উপস্থিত আছে। এখানে আমরা আপনাকে ভারতীয় বাজারে 150W পর্যন্ত চার্জিং সহ তিনটি শক্তিশালী ফোন সম্পর্কে বলবো।
150W পর্যন্ত ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে আসা স্মার্টফোন
Realme GT Neo 3
অ্যামাজন ইন্ডিয়ায় রিয়েলমি জিটি নিও ৩ এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা বর্তমান। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ডিভাইসে ফুল এইচডি প্লাস রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চি ডিসপ্লে আছে।
Moto Edge 50 Pro
মোটো এজ ৫০ প্রো ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে ৩৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এই ডিভাইসে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে। ফোনটির বাকি ফিচারগুলির কথা বললে, এতে ৬.৭ ইঞ্চির পি-ওএলইডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। প্রসেসর হিসেবে এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ ব্যবহার করা হয়েছে।
OnePlus 10T
ওয়ানপ্লাসের এই ফোনটি কিছুটা পুরনো হলেও ফিচারের দিক থেকে এটি এখনও দুর্দান্ত। অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে এটি কেনা যাবে। এই হ্যান্ডসেটে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। প্রসেসর হিসেবে এই ফোনে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাবেন। সেলফির জন্য এতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।