Smartphones: ৫,০০০ টাকার কমে ব্র্যান্ডেড ফোন কিনতে চান? এগুলিতে পাবেন সেরা ফিচার
স্মার্টফোন এবং নিশ্বাস – বলতে গেলে বর্তমানে সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। ফলত ভালো ফিচার পেতে এখন হাজার হাজার টাকা খরচ করে...স্মার্টফোন এবং নিশ্বাস – বলতে গেলে বর্তমানে সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। ফলত ভালো ফিচার পেতে এখন হাজার হাজার টাকা খরচ করে ব্র্যান্ডেড স্মার্টফোন কিনে থাকেন একাংশ মানুষ। তবে আপনি যদি কোনো কারণে ব্যাকআপ হিসেবে বা ফিচার ফোনের দামে একটি স্মার্টফোন কিনতে চান, তাহলেও কিন্তু চিন্তার কোনো প্রয়োজন নেই। কারণ, বাজারে ৫,০০০ টাকার কম দামে এমন কিছু ব্র্যান্ডেড ফোন রয়েছে যাতে আপনি সহজেই WhatsApp-এর মত সোশ্যাল মিডিয়া অ্যাপও ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনার সুবিধার জন্য আমরা জনপ্রিয় শপিং প্ল্যাটফর্ম Flipkart ও Amazon India-য় উপলব্ধ এমনই চার-চারটি সস্তায় পুষ্টিকর স্মার্টফোনের কথা এই প্রতিবেদনে শেয়ার করব।
৫,০০০ টাকার কমে কিনতে পারেন এই 4G স্মার্টফোনগুলি
১. JioPhone Next: ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে, ২ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ এবং ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত এই ফোনটি ভারতে ৫,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে আপনারা এখন এটি অ্যামাজনে ৪,৪৯৯ টাকায় কিনতে পারবেন।
২. Itel A23 Pro: আগ্রহীরা এই এন্ট্রি-লেভেল স্মার্টফোনটি অ্যামাজনে ৪,৯৯৯ টাকার বদলে ৩,৮৯৯ টাকায় কিনতে পারবেন। ফিচারের কথা বললে, ফোনটিতে আছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ১ জিবি র্যাম এবং ২,৪০০ এমএএইচ ব্যাটারি। উপরন্তু এটি ফেস আনলক ফিচারও অফার করবে।
৩. IKALL Z2: ৬,৪৯৯ টাকা দামের এই 'মেড ইন ইন্ডিয়া' ফোনে রয়েছে ৬ ইঞ্চি ডিসপ্লে, ৩ জিবি র্যাম এবং ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। মজার ব্যাপার হল যে, অ্যামাজন থেকে এটি এখন ৪,৭৪৯ টাকায় কেনা যাবে।
৪. MarQ by Flipkart M3 Smart: ফ্লিপকার্টে উপলব্ধ এই ফোনটি ৬.০৮ ইঞ্চি ডিসপ্লে অফার করে; এর সাথে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ২ জিবি র্যাম এবং ১৩ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপও। সেক্ষেত্রে এটির দাম ৭,৯৯৯ টাকা হলেও এখন কেনার জন্য আপনাকে দিতে হবে ৫,৯৯৯ টাকা। তবে নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে আপনারা দামের ওপর আরো অনেকটাই ছাড় পাবেন।