বিশ্বের সবচেয়ে বড় Smartphone ব্র্যান্ড এই ৫টি: প্রথম স্থানে নেই Apple-এর নাম, দেখুন তালিকা

Top 5 Smartphone Brands: প্রিমিয়াম স্মার্টফোন কেনার ক্ষেত্রে প্রায় সবারই পছন্দ Apple iPhone। শুধু ভারতে নয়, সারা বিশ্বে ভালো পারফরম্যান্স এবং ডিজাইন বিশিষ্ট স্মার্টফোনের প্রসঙ্গে…

Top 5 Smartphone Brands: প্রিমিয়াম স্মার্টফোন কেনার ক্ষেত্রে প্রায় সবারই পছন্দ Apple iPhone। শুধু ভারতে নয়, সারা বিশ্বে ভালো পারফরম্যান্স এবং ডিজাইন বিশিষ্ট স্মার্টফোনের প্রসঙ্গে Apple-এর নাম আগে আসে। কিন্তু এই আধ খাওয়া আপেলের লোগো ব্যবহারকারী কোম্পানিকে পেছনে ফেলে, আবারও বিশ্বসেরা স্মার্টফোন ব্র্যান্ডের খেতাব হাসিল করল Samsung! হ্যাঁ, এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বৃহত্তম স্মার্টফোন সংস্থার নাম করা হলে, সেখানে এক নম্বরে Apple-এর নাম আসবেনা। বরঞ্চ দশকের পর দশক ধরে বিভিন্ন ধরণের মোবাইল বাজারে আনার জন্য জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার Samsung-এর মাথাতেই উঠেছে শীর্ষস্থানীয়ের মুকুট।

এই পাঁচটি বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন কোম্পানি

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি স্মার্টফোন কোম্পানির কথা বলতে গেলে স্যামসাং, অ্যাপলের সাথে শাওমি (Xiaomi), ওপ্পো (Oppo), ভিভো (Vivo)-র মতো চীনা কোম্পানির নাম আসবে। এর মধ্যে স্যামসাং এবং অ্যাপলের মধ্যে বাজার দখলের লড়াই বহুদিনের, যেখানে স্যামসাংয়ের এগিয়ে থাকার বিষয়টি নতুন কিছু নয়। সেক্ষেত্রে সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে যে, স্যামসাং আবারও গ্লোবাল স্মার্টফোন মার্কেটে ১নং র‌্যাঙ্কিং পেতে সফল হয়েছে। আসলে সংস্থার ‘A’ সিরিজের স্মার্টফোনগুলি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, আর এই সিরিজের মাধ্যমেই তারা বাজারে জায়গা শক্ত করেছে। বর্তমানে স্যামসাংয়ের মার্কেট শেয়ার ২২ শতাংশ।

এদিকে বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় অ্যাপলের অবস্থান দুই নম্বরে নেমে এসেছে। যদিও স্যামসাংয়ের থেকে এটি খুব পিছিয়ে নেই – এই সংস্থার মার্কেট শেয়ার ২০%, অর্থাৎ ব্যবধান মাত্র ২ শতাংশের। শুধু তাই নয়, প্রিমিয়াম সেগমেন্টে অ্যাপল ইউজারদের মন জয় করে দারুণ সাফল্য পেয়েছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে তারা চিত্তাকর্ষক (প্রায় ৫০%) প্রবৃদ্ধির মুখ দেখেছে।

তালিকার তিন নম্বরে কোন কোম্পানি?

এই প্রসঙ্গে বলে রাখি, নিজের দেশীয় বাজার চীন এবং ভারতে কিছু সমস্যার সম্মুখীন হলেও শাওমি বিশ্বের পাঁচটি বৃহত্তম স্মার্টফোন কোম্পানির মধ্যে তৃতীয় স্থানে নিজের জায়গা করে নিয়েছে। তারা নতুন স্মার্টফোন এবং অন্যান্য প্রোডাক্টের মাধ্যমে অন্যান্য বড় বাজারের ইউজারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। এক্ষেত্রে তালিকায় উঠে এসেছে ওপ্পোর নামও – এই স্মার্টফোন ব্র্যান্ডটি চীনের পাশাপাশি ভারতীয় ব্যবহারকারীদের মন জয় করতে সফল হয়েছে। আবার বিশাল প্রতিযোগিতার মধ্যে পড়ে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে ভিভোও চতুর্থ এবং পঞ্চম স্থানে দখল করেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন