ভূ-ভারতে সবচেয়ে সস্তা! কাছে কম টাকা থাকলে কিনতে পারেন এই 5টি 5G ফোন, লিস্টে আছে Nokia-ও
এই মুহূর্তে ফোন কিনতে হলে 5G মডেল ছাড়া অন্য কিছু বেছে নেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ হবেনা – তা সে আপনার এলাকায় এই...এই মুহূর্তে ফোন কিনতে হলে 5G মডেল ছাড়া অন্য কিছু বেছে নেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ হবেনা – তা সে আপনার এলাকায় এই পরিষেবা বর্তমানে উপলব্ধ থাক বা না থাক। আর কাছে 5G স্মার্টফোন থাকলে তো আপনি Jio এবং Airtel-এর ফ্রি হাই-স্পিড ইন্টারনেটের সুবিধা পাবেনই৷ সেক্ষেত্রে আপনি যদি এখন নতুন 5G স্মার্টফোন কিনতে চান আর আপনার বাজেট হয় ১০ হাজার টাকা, তাহলে আপনি বাজারে অনেক বিকল্পই পেয়ে যাবেন। Xiaomi-র Redmi থেকে শুরু করে দেশীয় ব্র্যান্ড Lava বা এক সময়ের সু-প্রসিদ্ধ Nokia, কার ডিভাইস নেই সেই তালিকায়! তবুও আপনি যদি বেশি খোঁজাখুঁজি করতে না চান, তাহলে আমাদের এই প্রতিবেদন আপনার কাজে আসবে, কেননা এখানে আপনি ১০ হাজার টাকা বাজেটে উপলব্ধ পাঁচ-পাঁচটি সেরা ফোনের দাম ও মূল ফিচার এক নজরে দেখে নিতে পারবেন। চলুন, বেশ সময় নষ্ট না করে দেখে নিই সেই তালিকা।
সস্তা দামেই কামাল! কম বাজেট হলে বেছে নিন এই ৫টি 5G ফোন
১. Lava Blaze 5G: দাম শুরু ৯,২৯৯ টাকা থেকে।
এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল এআই (AI) প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
২. Redmi 11 Prime 5G এর মূল্য ৯,৭৪৯ টাকা।
এতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৬ জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
৩. Poco M6 Pro 5G এর দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে।
এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৯ ইঞ্চি ফুলএইচডি+ অ্যাডাপ্টিভ-সিঙ্ক্ এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র্যাম, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট বর্তমান।
৪. itel P55 5G এর দাম ৯,৯৯৯ টাকা।
এতে পাবেন ৯০ হার্টজ ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, ৬ জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্সযুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ।
৫. Nokia G42 5G এর দাম ১২,৪৯৯ টাকা
অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-য় এর দাম ১২,৪৯৯ টাকা, তবে এতে হাজার টাকার ব্যাঙ্ক অফার এবং মোটা অঙ্কের এক্সচেঞ্জ বোনাস (১১,৭৫০ টাকা পর্যন্ত) মিলবে।
এই ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪৮০+ প্রসেসর, ২০ ওয়াট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।