প্রিমিয়াম রেঞ্জে Smartphone কিনতে চান? এই 5টি মডেল বছরের সেরা বিকল্প, জুড়ি মিলবেনা!

আজকালকার দিনে বেশিরভাগ প্রযুক্তি সচেতন মানুষই নিজেকে আপডেট রাখতে প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন (premium smartphone) ব্যবহার করেন। আবার কিছু ইউজার আছেন যাদের সমস্ত কাজের জন্য ভরসা…

আজকালকার দিনে বেশিরভাগ প্রযুক্তি সচেতন মানুষই নিজেকে আপডেট রাখতে প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন (premium smartphone) ব্যবহার করেন। আবার কিছু ইউজার আছেন যাদের সমস্ত কাজের জন্য ভরসা মুঠোফোন, ফলত ভালো পারফরম্যান্স এবং শক্তিশালী ফিচার পেতে ফ্ল্যাগশিপ ক্যাটেগরির মোবাইল মডেলগুলিই তারা বেছে নেন। শুধু তাই নয়, স্টাইল সেগমেন্ট হিসেবেও ৫০ হাজার টাকার বেশি দামি ব্র্যান্ডেড ফোনগুলি অনেকের হাতে থাকে। সেক্ষেত্রে কারণ যাইহোক না কেন, বছরের প্রায় শেষবেলায় দাঁড়িয়ে আপনি যদি একটি ভালো প্রিমিয়াম ফোন কিনতে চান, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে ২০২৩-এর সেরা পাঁচটি বিকল্পের হদিশ। এখানে আমরা যে স্মার্টফোনগুলির কথা বলব, সেগুলির বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ফিচার – কোনো কিছু নিয়েই অভিযোগের অবকাশ থাকবেনা। উল্লেখ্য, লিস্টে আছে Samsung, Apple-এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের ডিভাইসও।

প্রিমিয়াম রেঞ্জে বছর সেরা এই ৫টি ফোন, দেখুন তালিকা

১. OnePlus 11 5G: বর্তমানে এই ফোনের প্রারম্ভিক দাম ৫২,৯৯৯ টাকা।

ফিচার বলতে এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি কিউএইচডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Hasselblad দ্বারা নির্মিত)। এছাড়াও ফোনটি ডলবি অ্যাটমোস (Dolby Atmos) এবং ডলবি ভিশন এইচডিআর (Dolby Vision HDR) প্রযুক্তি বহন করবে।

২. Samsung Galaxy Z Flip 5: এখন এর দাম শুরু হচ্ছে ৯৯,৯৯৯ টাকা থেকে (৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য)।

এই প্রিমিয়াম ফোনে ফোল্ডেবল ডিজাইনের সাথে ১-১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ফোল্ডেবল ডিসপ্লে, ৩.৪ ইঞ্চি কভার ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৩,৭০০ এমএএইচ ব্যাটারি এবং ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন।

৩. Samsung Galaxy S23 Ultra: এটি বর্তমানে স্যামসাংয়ের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন, যার দাম শুরু ১,২৪,৯৯৯ টাকা থেকে।

ফোনটিতে আছে ১২০ হার্টজ ৬.৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

৪. OnePlus Open: এর প্রারম্ভিক মূল্য ১,৩৯,৯৯৯ টাকা।

ওয়ানপ্লাসের এই ফোনটিও ফোল্ডেবল ডিজাইনের সাথে আসে এবং এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৪,৮০০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার মতো ফিচার আছে।

৫. Apple iPhone 15 Pro Max: চলতি বছরের অন্যতম চর্চিত এই ফোনটির প্রারম্ভিক মূল্য ১,৫৯,৯০০ টাকা।

লেটেস্ট আইফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (XDR) ওলেড ডিসপ্লে, ৬ কোর এ১৭ (A17) বায়োনিক প্রসেসর, ৪,৪৪১ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।