Android 15 vs Android 14

এই পাঁচ কারণে অ্যান্ড্রয়েড ১৪ এর থেকে এগিয়ে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম

Android 15 vs Android 14 - প্রকাশিত হল বহু প্রতীক্ষিত Android 15 ভার্সন। ডিজাইনে খুব বেশি বদল না হলেও, এটি একাধিক আপগ্রেড এদের সাথে এসেছে। তারমধ্যে পাঁচটি পরিবর্তন এখানে উল্লেখ করা হল যা ইউজার এক্সপেরিয়েন্সকে উন্নত করবে।

Ananya Sarkar 5 Nov 2024 10:39 AM IST

গুগল সম্প্রতি তাদের লেটেস্ট সফ্টওয়্যার সংস্করণ, অ্যান্ড্রয়েড ১৫ (Android 15) এর স্টেবল ভার্সন নিয়ে হাজির হয়েছে। ইতিমধ্যেই গুগল পিক্সেল ফোনগুলিতে নয়া ওএস আপডেট আসতে শুরু করেছে এবং অন্যান্য ব্র্যান্ডগুলি আগামী কয়েকদিনের মধ্যেই তাদের ডিভাইসেও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক আপডেট রোল আউট করতে শুরু করবে। নতুন ওএস ডিজাইনের দিক থেকে গত প্রজন্মের অ্যান্ড্রয়েড ১৪ এর মতোই, তবে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেডগুলি দেখতে পাওয়া যাবে। আসুন পাঁচটি কারণ জেনে নেওয়া যাক, যা ডিভাইসকে অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণে আপগ্রেড করা আবশ্যক করে তোলে।

১. কম স্টোরেজ এখন আর কোনও সমস্যা নয়

ভালো অভিজ্ঞতা প্রদান করতে অ্যাপগুলি ডিভাইসে অনেক ডেটা সঞ্চয় করে। যদিও এটি ইউাজের এক্সপেরিয়েন্সকে উপকৃত করে, তবে ডিভাইসের স্টোরেজ দ্রুত ভরিয়ে দিতে পারে। অনেক ফোনের ক্ষেত্রে বেস স্টোরেজ হিসাবে ১২৮ জিবি/২৫৬ জিবির কম স্টোরেজ একটি সমস্যা। অনেকেই জায়গা খালি করতে কম প্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করতে পছন্দ করেন। সুতরাং, যখন তারা এটি আবার ইনস্টল করবেন, তখন তাকে আবার সাইন ইন করতে হবে এবং অ্যাপটি আবারও কনফিগার করতে হবে। কিন্তু এখন অ্যান্ড্রয়েড ১৫ এর নতুন অ্যাপ আর্কাইভিং ফিচারের সাথে, ইউজাররা টেম্পোরারি স্টোরেজ বুস্টের জন্য অ্যাপগুলি আনইনস্টল করেও তার ডেটা সেভ করে রাখতে পারেন। ফলে তিনি যখন অ্যাপটি রিইনস্টল করবেন, তখন তাকে আবার সাইন ইন করতে বা এটি রিকনফিগার করতে হবে না।

২. স্যাটেলাইট সংযোগ সাপোর্ট

স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি আইফোন ১৪ সিরিজে প্রথম আত্মপ্রকাশ করে। যখন ওয়াই-ফাই বা সেলুলার সিগন্যাল অনুপলব্ধ থাকে তখন ফিচারটি অমূল্য প্রমাণিত হয়েছে এবং এখনও পর্যন্ত অনেক জীবন বাঁচিয়েছে। সুতরাং, অ্যান্ড্রয়েড ১৫-এ এটির জন্য সাপোর্ট থাকা একটি বড় লাভ। কিন্তু মনে রাখবেন, স্যাটেলাইট সংযোগ ব্যবহার করার জন্য অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনে আপগ্রেড করা যথেষ্ট হবে না, কারণ এটির জন্য উপযুক্ত হার্ডওয়্যারও প্রয়োজন। গুগল পিক্সেল ৯ সিরিজ সহ কিছু ডিভাইস এখন একই প্রযুক্তি ব্যবহার করে এসএমএস, এমএমএস এবং আরসিএস টেক্সট মেসেজ পাঠাতে এই ফিচারটি ব্যবহার করতে পারে।

৩. হিডেন অ্যাপের জন্য গোপন স্থান

ইউজারদের গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অ্যান্ড্রয়েড ওএস-এর প্রতিটি ভার্সনের সাথে আরও ভাল হয়ে উঠছে। লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ থেফ্ট ডিটেকশন লক এবং অফলাইন ডিভাইস লক সহ অনেক সিকিউরিটি ফিচার নিয়ে এসেছে, তবে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল প্রাইভেট স্পেস। নতুন প্রাইভেট স্পেস ব্যবহারকারীদের সুরক্ষার অতিরিক্ত স্তর সহ একটি নিরাপদ স্পেস তৈরি করতে দেয়। এটি সাম্প্রতিক অ্যাপস, সেটিংস এবং ডিভাইসের বাকি অংশ থেকে গোপন থাকে, যা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডেটা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে।

৪. আরও ভালো মাল্টিটাস্কিং

অ্যান্ড্রয়েড ১৫ এর সাথে মাল্টিটাস্কিং অনেক ভালো হয়ে যায়, বিশেষ করে ফোল্ডেবল এবং ট্যাবলেটের মতো বড় ডিভাইসে। এটি আপনাকে স্প্লিট-স্ক্রিন মোডে আপনার প্রিয় অ্যাপগুলিতে দ্রুত অ্যাক্সেসের জন্য অ্যাপ পেয়ার তৈরি করতে দেয়। একটি অ্যাপ পেয়ার তৈরি করতে, স্প্লিট-স্ক্রিন মোডে অ্যাপ খুলে ওপরের অ্যাপের আইকনে ট্যাপ করতে হবে এবং ‘সেভ অ্যাপ পেয়ার’ অপশনটি বেছে নিতে হবে। ইউজাররা এই স্প্লিট-স্ক্রিন অ্যাপ পেয়ারের জন্য তাদের হোম স্ক্রিনে একটি নতুন শর্টকাট আইকন দেখতে পাবেন।

অ্যান্ড্রয়েড ১৫ অ্যাপে একটি ফোল্ডিং-স্পেসিফিক এডিশন রয়েছে, যা ডিভাইস আনলক না করে প্রাইমারি (অভ্যন্তরীণ) ডিসপ্লে বন্ধ করার পরে কভার ডিসপ্লেতে যেকোনও অ্যাপের ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। ইউজাররা এখন সহজেই ফোল্ডেবল এবং ট্যাবলেটে টাস্কবার পিন বা আনপিন করতে পারেন। স্পষ্টতই, ব্যবহারকারীদের কাছে টাস্কবার অ্যাপ্লিকেশনগুলির জন্য চয়েস রয়েছে, যা প্রায়শই ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলির মধ্যে স্যুইচ করা সহজ এবং দ্রুত করে তোলে৷

৫. রিয়েল-টাইম উইজেট প্রিভিউ

অ্যান্ড্রয়েড ১৫ আসার আগে, একটি উইজেট দেখতে কেমন তা দেখার জন্য হোম স্ক্রিনে এটিকে ড্র্যাগ করে আনতে হতো। কিন্তু এখন, এটি আর একটি টু-স্টেপ প্রক্রিয়া নয়। লেটেস্ট ভার্সনে রিয়েল-টাইম উইজেট প্রিভিউ রয়েছে। অর্থাৎ উইজেট পিকার সেকশনটি এখন উইজেটগুলিকে স্ট্যাটিক রিসোর্সের পরিবর্তে হোম স্ক্রিনে কেমন দেখাবে, সেটা দেখায়।

Show Full Article
Next Story