এই মাসের সেরা 5টি 5G ফোন, 20000 টাকার কমে পাবেন আকর্ষণীয় ক্যামেরা ও নানা কাজের ফিচার

5G Smartphones under 20000: দেখতে দেখতে নতুন বছর অর্থাৎ ২০২৩ সাল এসে দাঁড়িয়েছে চারমাসে। আর এই চারমাসের মধ্যে তথা বছরের...
Anwesha Nandi 22 April 2023 7:24 PM IST

5G Smartphones under 20000: দেখতে দেখতে নতুন বছর অর্থাৎ ২০২৩ সাল এসে দাঁড়িয়েছে চারমাসে। আর এই চারমাসের মধ্যে তথা বছরের প্রথম প্রান্তিকে ভারতের বাজারে অনেক স্মার্টফোন লঞ্চ হয়েছে, দামের ভিত্তিতে এগুলিতে রয়েছে ভিন্ন ভিন্ন ফিচার। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে 5G কানেক্টিভিটিযুক্ত একটি ব্র্যান্ড-নিউ (পড়ুন লেটেস্ট) ফোন কেনার পরিকল্পনায় থাকেন এবং আপনার বাজেট হয় ২০,০০০ টাকা, তাহলে এই প্রতিবেদনটি আপনার বেশ কাজে আসবে। কারণ আজ আমরা এখানে এই মাসের সেরা পাঁচটি স্মার্টফোন সম্পর্কে বলব, যা ২০,০০০ টাকার কম দামে সম্প্রতি লঞ্চ হয়েছে। এতে করে আপনার স্মার্টফোন কেনার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে। তো চলুন দেখে নিই তালিকা।

২০,০০০ টাকা বাজেটে সেরা, চলতি বছরে লঞ্চ হয়েছে এই ফোনগুলি

১. Realme 10 Pro 5G: এই ফোনের দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে।

রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে, কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর, ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। এছাড়া ফটোগ্রাফির জন্য এটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে।

২. Vivo T2 5G: এই ভিভো ফোনটির প্রারম্ভিক মূল্য ১৮,৯৯৯ টাকা।

ফিচার বলতে, ভিভো টি২ ৫জি ফোনে ৬.৩৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১৩০০ নিট। অন্যদিকে এতে দেখা যাবে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

৩. iQOO Z7 5G: আইকোর এই ফোনটি কিনতেও ১৮,৯৯৯ টাকা খরচ হবে।

আইকো জেড৭ ৫জি-তে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ অ্যাডজাস্টেবল টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৩৮ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা।

৪. OnePlus Nord CE 3 Lite 5G: এই লেটেস্ট ওয়ানপ্লাস স্মার্টফোনের দাম ১৯,৯৯৯ টাকা।

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা প্রোটেকশনযুক্ত ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে।

৫. Poco X5 5G: এই স্মার্টফোনটি কিনতেও ১৯,৯৯৯ টাকা খরচ হবে।

এতে বিদ্যমান ১২০ হার্টজ রিফ্রেশ রেট বিশিষ্ট ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা।

Show Full Article
Next Story