Smartphones Under 10000: কম দামে পয়সা উসুল করা স্মার্টফোন, দেখে নিন সেরা ৫টি ফোনের লিস্ট

আধুনিকতার ছোঁয়ায় আমাদের জীবন এখন প্রযুক্তিময়। ফলে স্মার্টফোন ছাড়া আমাদের জীবন এখন প্রায় অচল। কিন্তু এই মুঠোবন্দি...
SUMAN 4 Jan 2023 2:07 PM IST

আধুনিকতার ছোঁয়ায় আমাদের জীবন এখন প্রযুক্তিময়। ফলে স্মার্টফোন ছাড়া আমাদের জীবন এখন প্রায় অচল। কিন্তু এই মুঠোবন্দি যন্ত্রটির গুরুত্ব অপরিসীম হলেও, দামের কারণে সকলের পক্ষে স্মার্ট মোবাইল কেনা সম্ভবপর হয়না। এক্ষেত্রে জানিয়ে রাখি, ভারতের ইলেক্ট্রনিক্স বাজারে বিগত কিছু সময়ের মধ্যে এমন অনেক এন্ট্রি লেভেল স্মার্টফোন পা রেখেছে, যেগুলি দামে সাশ্রয়ী এবং ফিচারের দিক থেকে পরিপূর্ণ। তাই একটি নয়া স্মার্টফোন কেনার জন্য আপনাদের মধ্যে যাদের বাজেট খুবই কম, তাদের জন্য আজ আমরা এমন ৫টি মডেলের খোঁজ নিয়ে চলে এসেছি যেগুলির দাম থাকছে ১০,০০০ টাকার নিচে। এই তালিকায় - Redmi, Nokia, Realme, Motorola এবং Infinix ব্র্যান্ডের স্মার্টফোন সামিল আছে। প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি মডেলে - উন্নত ডিসপ্লে, ভালো ক্যামেরা ফ্রন্ট, প্রসেসর এবং বড় ব্যাটারি পাওয়া যাবে। সর্বোপরি কিছু মডেলে র‌্যাম এক্সপেনশন ফিচারের সাপোর্টও মিলবে। চলুন ১০,০০০ টাকা কমে উপলব্ধ স্মার্টফোনের তালিকাটি দেখে নেওয়া যাক।

১০,০০০ টাকা কমে উপলব্ধ স্মার্টফোনের তালিকা

Realme C33 : ৮,৯৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)

রিয়েলমি সি৩৩ স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে দেখা যাবে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৮৮.৭% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই এস এডিশন কাস্টম স্কিনে রান করে। স্টোরেজ হিসাবে উক্ত ডিভাইসে ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও সর্বোচ্চ ৬৪ জিবি রম পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেটে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি একক চার্জে ৩৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করতে সক্ষম বলে দাবি করেছে সংস্থাটি। আর, সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Nokia C31 : ৯,৯৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)

নোকিয়া সি৩১ স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির এইচডি প্লাস (১২০০x৭২০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইলের এবং এটি ২০:৯ এসপেক্ট রেশিও ও স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের উপরি মধ্যভাগে অবস্থিত নচ কাটআউটের মধ্যে আবার একটি ৫ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার দেখা যাবে। আর ডিভাইসের রিয়ার প্যানেল বিদ্যমান থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল - ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল টারশিয়ারি ম্যাক্রো লেন্স। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে একটি নামহীন অক্টা-কোর চিপসেট আছে। এই প্রসেসর - ৪এক্স কর্টেক্স এ৫৫ (4X Cortex A55) ১.৬ গিগাহার্টজ প্রাইমারি কোরে এবং ৪এক্স কর্টেক্স এ৫৩ (4X Cortex A53) ১.২ গিগাহার্টজ পারফরম্যান্স কোরে ক্লক করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। নোকিয়া সি৩১ স্মার্টফোনে ১০ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। আর সিকিউরিটির জন্য রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

Redmi A1+ : ৭,৪৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)

'প্রিমিয়াম লুকিং' লেদার টেক্সচার ফিনিশিং সহ আসা রেডমি এ১+ স্মার্টফোনে ৬.৫২-ইঞ্চির এইচডি প্লাস LCD ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন ওএস দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে আলোচ্য ডিভাইসে ৩ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৩২ জিবি রম পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, রেডমি এ১+ ফোনের ব্যাক প্যানেলের উপরি বাম কোণায় LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা ইউনিট অবস্থিত। এই ক্যামেরাগুলি হল - ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে রেডমি এ১+ হ্যান্ডসেটে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

Moto E22s : ৮,৯৯৯ টাকা

মোটো ই২২এস স্মার্টফোনে পান্ডা গ্লাস প্রটেকশন সহ ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD পাঞ্চ-হোল নচ ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ওয়াইডওয়াইন এল১ (Widewine L1) প্রত্যয়িত এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২৫৮ পিপিআই পিক্সেল ডেনসিটি ও ৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। আলোচ্য মডেলের স্ক্রিনের উপরি কেন্দ্রীয় স্থলে একটি পাঞ্চ-হোল নচ আছে, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার ফটোগ্রাফির জন্য মোটোরোলা আনীত এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ফেজ-ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান রয়েছে। অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, উক্ত স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও জি৩৭ অক্টা-কোর প্রসেসর ও ইন্টিগ্রেটেড পাওয়ারভিআর GE8320 জিপিইউ সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ পাওয়া যাবে। ডিভাইসটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, মোটো ই২২এস ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সমর্থন করে। এটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে এবং IP52 রেটিং প্রত্যয়িত।

Infinix Hot 12 : ৯,৪৯৯ টাকা

ডুয়েল সিমের ইনফিনিক্স হট ১২ ফোনে ৬.৮২-ইঞ্চির এইচডি প্লাস (৭২০ x ১৬৪০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৪৬০ নিট পিক ব্রাইটনেস এবং ৯০.৬৬% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০ কাস্টম স্কিনে রান করে। এই ডিভাইস ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যামের সাপোর্ট সহ এসেছে। ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স হট ১২ ফোনের পিছনে কোয়াড LED ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স ও এআই লেন্স বিদ্যমান থাকছে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিসপ্লের উপরিভাগে ডুয়েল LED ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। আর সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Show Full Article
Next Story