স্ন্যাপড্রাগন প্রসেসর সহ ৩০ হাজার টাকার কমে সেরা ৫ স্মার্টফোন, Vivo থেকে OnePlus আছে লিস্টে

৩০,০০০ টাকার কমে কিনতে পারবেন উন্নত গেমিং স্মার্টফোন, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ আছে আরো অনেক কিছু। দেখুন পাঁচটি সেরা ফোন।

Ankita Mondal 20 Nov 2024 11:35 PM IST

অনেক মানুষই আছেন যারা অসাধারণ গেমিং অভিজ্ঞতার জন্য শক্তিশালী পারফরম্যান্স সহ স্মার্টফোন কিনতে চান। কিন্তু, দামের কথা চিন্তা করে অনেকেই নিজের পছন্দসই ডিভাইস কিনে উঠতে পারেন না। তবে আর চিন্তা করবেন না! আপনাদের সাহায্য করার জন্য আমরা আছি। আজ আমরা এই প্রতিবেদনে Poco, OnePlus এবং Realme-এর মতো শীর্ষ ব্র্যান্ডের বেশ কয়েকটি ডিভাইস সম্পর্কে জানাবো, যেগুলি দুর্দান্ত পারফরম্যান্স অফার করে। আর এগুলির দাম ৩০,০০০ টাকারও কম।

৩০ হাজার টাকার কমে ভালো পারফরম্যান্সের স্মার্টফোন

১) Poco F6

দাম - এখন সমস্ত ডিসকাউন্ট এবং অফার সহ পোকোর এই ডিভাইসটি কিনতে পারবেন ২৪,৯৯৯ টাকায়।

এই হাই এন্ড ডিভাইসটির সাথে গেমিং অভিজ্ঞতা আর অনন্য হয়ে উঠতে পারে। কারণ, এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ৮এস জেন ৩ প্রসেসর। এই ডিভাইসে আবার সংস্থার আইসলুপ সিস্টেম এবং ভ্যাপার লিকুইড সেপারেশন সিস্টেম উপস্থিত, যার কারণে এটি অনেকক্ষণ গেম খেলার পরেও গরম হয়ে যায় না। এছাড়া এতে আছে ডলবি ভিশন সাপোর্ট সহ ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে যা, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

২) OnePlus 11R

দাম - এখন এই ফোনটি অ্যামাজনে ২৮,৯৯৯ টাকায় উপলব্ধ।

মিডরেঞ্জ সেগমেন্টের একটি অন্যতম ফোন হল ওয়ানপ্লাস ১১আর, যাতে আছে ৬.৭৪ ইঞ্চি ১২০ হার্টজ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। আর এর পিছনের প্যানেলে ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল সোনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা। আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর। আবার পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং করতে সক্ষম।

৩) Realme GT 6T

দাম - এই ডিভাইসটি এখন ফ্লিপকার্ট থেকে ২৯,৯৮৭ টাকায় কেনা যেতে পারে।

রিয়েলমিয়ের এই ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগণ ৭ প্লাস জেন ৩ প্রসেসর। আবার এতে আছে ডেডিকেটেড গেমিং মেমরি এবং বিশেষ কুলিং ফিচার। ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ এর ডিসপ্লে গরিলা গ্লাস ভিক্টাস সুরক্ষার সাথে লঞ্চ হয়েছে। আর এর ৫৫০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন বড় ব্যাটারি দীর্ঘক্ষণ গেমিং সেশন উপভোগ করতে সাহায্য করে।

৪) OnePlus Nord 4

দাম - এই ডিভাইসটি এখন ২৯,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে।

এই ৫জি স্মার্টফোনে আছে কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর এবং ইউনি বডি মেটাল ডিজাইন। শক্তিশালী এই মিডরেঞ্জ ডিভাইসটি আবার আইপি৬৫ রেটিংও পেয়েছে। এছাড়া এতে আছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটি সম্পন্ন একটি বড় ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় মাত্র ২৮ মিনিট।

৫) Vivo V40

দাম - বিভিন্ন অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট-এর পর এই ডিভাইসটি এখন ৩০,০০০ টাকার কমে উপলব্ধ।

এই তালিকার সর্বশেষ স্মার্টফোনটি হল ভিভো ভি৪০, যাতে আছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। আবার এতে আছে এইচডিআর১০+ সাপোর্টসহ ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। আইপি৬৮ রেটিং প্রাপ্ত এই ডিভাইসে আবার একটি উন্নত ক্যামেরা সেটআপও দেওয়া হয়েছে। পাশাপাশি, দীর্ঘ ব্যাকআপের জন্য ৫,৫০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন একটি ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story