ব্যাটারি ফুল হবে নিমেষে! 120W ফাস্ট চার্জিং প্রযুক্তিযুক্ত সেরা Smartphone এগুলি, আছে 200MP ক্যামেরাও!

Best Fast Charging Smartphones: আজকের জীবনযাত্রা এতটাই ব্যস্ত ও স্মার্টফোন কেন্দ্রিক যে, মানুষ এক মুহূর্তও ফোন ছেড়ে...
Anwesha Nandi 18 Feb 2024 6:25 PM IST

Best Fast Charging Smartphones: আজকের জীবনযাত্রা এতটাই ব্যস্ত ও স্মার্টফোন কেন্দ্রিক যে, মানুষ এক মুহূর্তও ফোন ছেড়ে থাকতে পারেননা, তা সে কাজে হোক কিংবা অকাজে। ফলত, স্মার্টফোন বেশিক্ষণ চার্জে বসিয়ে রাখার সময়টুকুও অধিকাংশ ইউজারেরই নেই। সেক্ষেত্রে এই বিষয়টি বুঝে-শুনে বিভিন্ন মোবাইল নির্মাতা সংস্থাও জোরকদমে কাজ করছে, যে কারণে বর্তমানে বাজারের অনেক স্মার্টফোনেই মিলছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। সেক্ষেত্রে আপনিও যদি এখন এমন একটি স্মার্টফোন কিনতে চান, যা অতি দ্রুত চার্জ হয়ে যাবে, তাহলে আমরা আজ আপনাকে একটু সাহায্য করতে চলেছি। আসলে এই প্রতিবেদনে আমরা 120W ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত পাঁচ-পাঁচটি হ্যান্ডসেটের কথা বলব, যেগুলি মাত্র ১৫ মিনিটে ১০০% পর্যন্ত চার্জ হয়ে যাবে। আর শুধু ফাস্ট চার্জিংই নয়, এই ফোনগুলিতে ভালো ক্যামেরা সেটআপ ও ডিসপ্লেও পাবেন। আসুন, বিস্তারিত তালিকা দেখে নেওয়া যাক।

চার্জ দিতে সময় লাগবেনা, আধুনিক জীবনের জন্য সেরা এই পাঁচ ফোন

১. Xiaomi 11i Hypercharge 5G: ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট এই ফোনটির অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-য় দাম ২৬,৯০০ টাকা।

ফিচার বলতে এতে ১২০ ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১৫ মিনিটে ০ থেকে ১০০ শতাংশ চার্জ হয়ে যাবে বলে কোম্পানির দাবি। এছাড়া এই ফোনে আপনি ১২০ হার্টজ ৬.৬৭ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডট ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবেন।

২. Redmi Note 13 Pro+ 5G: ফ্লিপকার্ট (Flipkart)-এ এই ফোনের ৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা।

এতে কোম্পানি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে ১২০ ওয়াট হাইপার চার্জিং সাপোর্ট দিচ্ছে – এই প্রযুক্তির সাহায্যে ফোনের ব্যাটারি মাত্র ১৯ মিনিটে পুরো ১০০ শতাংশ চার্জ হয়ে যায়। এছাড়া স্মার্টফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশনযুক্ত ৬.৬৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসর দেওয়া, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস স্টোরেজ এবং ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে।

৩. iQOO Neo 7 Pro 5G: অ্যামাজনে এই ফোনটি ৩৩,৯৯৯ টাকায় পেয়ে যাবেন।

এতে আপনি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন, সাথে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা ৮ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ হতে পারে। আবার ফোনটি গ্লাস ডিজাইনের সাথে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ গেমিং প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল ওআইএস (OIS) ফ্ল্যাগশিপ ক্যামেরাও অফার করবে।

৪. Vivo X90: এটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে ৪৮,৫০০ টাকা থেকে শুরু হচ্ছে।

এই ফোনটিতে ৪,৮১০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এছাড়া এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করবে।

৫. iQOO 12 5G: ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের এই স্মার্টফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে ৫৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

এই ফোনটিও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার এতে দেখা যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, সুপার কম্পিউটিং চিপ কিউ১ (Super Computing chip Q1), ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ইত্যাদি ফিচার।

Show Full Article
Next Story