এক চার্জে চলবে সারা দিন, 6000mah ব্যাটারির সেরা 5 স্মার্টফোন আপনার জন্য

দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ সহ স্মার্টফোনগুলি বর্তমান যুগে সেইসব ইউজারদের জন্য শীর্ষ অগ্রাধিকার হয়ে উঠেছে, যারা বেশি স্ক্রিন টাইম এবং কম বাধার দাবি করেন। 6000 এমএএইচ…

top 5 smartphones with 6000mah battery

দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ সহ স্মার্টফোনগুলি বর্তমান যুগে সেইসব ইউজারদের জন্য শীর্ষ অগ্রাধিকার হয়ে উঠেছে, যারা বেশি স্ক্রিন টাইম এবং কম বাধার দাবি করেন। 6000 এমএএইচ ব্যাটারি একটি পাওয়ার হাউস, যা ঘন ঘন চার্জ করা ছাড়াই ডিভাইসের বর্ধিত ব্যবহার নিশ্চিত করে। তাই এমন স্মার্টফোন কিনতে আগ্রহী ব্যক্তিদের জন্য এই নিবন্ধে সেরা পাঁচটি ফোনের একটি তালিকা রয়েছে, যা দুর্দান্ত স্পেসিফিকেশন এবং ফিচার সহ 6,000 এমএএইচ ব্যাটারি অফার করে৷

Samsung Galaxy M34 5G:

স্যামসাং গ্যালাক্সি এম34 5জি হল একটি শক্তিশালী অলরাউন্ডার। এতে রয়েছে 6.5 ইঞ্চির ফুলএইচডি+ সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা 120 রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি এক্সিনস 1280 চিপসেট দ্বারা চালিত, যা 8 জিবি র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। তবে স্টোরেজ ক্ষমতা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানোও যায়।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M34 5G ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে।

ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে, Samsung Galaxy M34 5G ফোনে 25 ওয়াট চার্জিং সাপোর্ট সহ 6,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়া, ফোনটি স্যামসাংয়ের One UI, 5G সাপোর্ট, Gorilla Glass 5 এর সুরক্ষা এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে। ফোনটির দাম প্রায় 18,000 টাকা।

Realme Narzo 60X 5G:

Realme Narzo 60X 5G ফোনটি 5G সংযোগ সহ একটি বাজেট-বান্ধব 6,000 এমএএইচ ব্যাটারি ফোন খুঁজছেন ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। ফোনের সামনে 6.72 ইঞ্চির ফুলএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটিতে MediaTek Dimensity 6100+ চিপসেট রয়েছে, যা 6 জিবি র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। স্টোরেজ ক্ষমতা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যায়।

ক্যামেরার ক্ষেত্রে, Realme Narzo 60X 5G ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই 6,000 এমএএইচ ব্যাটারি যুক্ত ফোনে 33 ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে 5G সাপোর্ট, রিয়েলমি ইউআই, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উন্নত এআই ক্যামেরা রয়েছে। এর দাম 15,000 টাকা।

Motorola Moto G73 Power:

মোটোরোলার Moto G73 Power ফোনটি নিয়ার স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স এবং শক্তিশালী বিল্ড কোয়ালিটির সাথে আলাদা। এর 6,000 এমএএইচ ব্যাটারি এক দিনের বেশি ব্যবহার নিশ্চিত করে। ফোনটির সামনে 6.5 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি স্ক্রিন রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। হ্যান্ডসেটটি মিডিয়াটেক হেলিও জি88 চিপসেটে চলে। প্রসেসরের সাথে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। এর স্টোরেজ ক্ষমতা মাইক্রোএসডির মাধ্যমে বাড়ানো যায়।

ফটোগ্রাফির জন্য, Moto G73 Power ফোনের ডুয়েল ক্যামেরা সেটআপের মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত রয়েছে।

ফোনটি 20 ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই ফোনে মিলবে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক এবং আইপি52 জল-প্রতিরোধী ডিজাইন। ফোনটির দাম প্রায় 13,000 টাকা।

Poco M6 Pro:

Poco M6 Pro হ্যান্ডসেটটি পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফের মধ্যে একটি দুর্দান্ত ভারসাম্য অফার করে। 6000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি যুক্ত ফোনটির সামনে 6.67 ইঞ্চির ফুলএইচডি+ আইপিএস এলসিডি রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি Qualcomm Snapdragon 695 চিপসেট দ্বারা চালিত, যার সাথে যুক্ত রয়েছে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ। এই হ্যান্ডসেটে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে।

ক্যামেরার ক্ষেত্রে, Poco M6 Pro হ্যান্ডসেটের ডুয়েল ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর বিদ্যমান। ডিভাইসটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, ডিভাইসটি 5G সংযোগ, পোকোর জন্য এমআইইউআই (MIUI) ইউজার ইন্টারফেস এবং একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে। ফোনটি প্রায় 17,000 টাকায় উপলব্ধ।

Asus ROG Phone 6D

আসুসের এই ফোনটিতে 6.78 ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটিতে MediaTek Dimensity 9000+ চিপসেট রয়েছে। ফোনটি 16 জিবি র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে।

ক্যামেরার ক্ষেত্রে, Asus ROG Phone 6D হ্যান্ডসেটে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই হ্যান্ডসেটে 6,000 এমএএইচ ব্যাটারির সাথে, 65 ওয়াট হাইপারচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে এয়ারট্রিগার (AirTrigger) কন্ট্রোল, উন্নত কুলিং সিস্টেম, আরজিবি লাইট এবং ডুয়েল ফ্রন্ট-ফেসিং স্পিকার সাপোর্ট করে। Asus ROG Phone 6D এর মূল্যে প্রায় 55,000 টাকা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন