10 হাজার টাকায় কিনুন সেরা 5G স্মার্টফোন, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে 7 জিবি র‌্যাম

জিও (Jio) এবং এয়ারটেলের (Airtel) 5G পরিষেবা যত দ্রুত নতুন নতুন শহরে পৌঁছে যাচ্ছে, ততই 5G স্মার্টফোনের চাহিদা বাড়ছে। আর বর্তমানে ভারতীয় বাজারে সবচেয়ে সস্তা…

জিও (Jio) এবং এয়ারটেলের (Airtel) 5G পরিষেবা যত দ্রুত নতুন নতুন শহরে পৌঁছে যাচ্ছে, ততই 5G স্মার্টফোনের চাহিদা বাড়ছে। আর বর্তমানে ভারতীয় বাজারে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন কিনতে চাইলে আপনাকে খরচ করতে হবে প্রায় ১০ হাজার টাকা। ভাবছেন এত কম দামে কোন কোম্পানি 5G ফোন এনেছে? তাহলে বলি, আপনি Infinix-এর একটি 5G ফোন এই দামে কিনতে পারবেন।

বর্তমানে জনপ্রিয় শপিং প্ল্যাটফর্ম, ফ্লিপকার্টে ইলেকট্রনিক ডিভাইসের উপর সেল দেওয়া হচ্ছে। আর সেখানেই Infinix Hot 20 5G ফোনটি বিশেষ ছাড় সহ খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে নির্বাচিত কয়েকটি ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে মিলবে অতিরিক্ত ছাড়ও।

কিভাবে সস্তায় কিনতে পারবেন Infinix Hot 20 5G

ভারতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ আসা ইনফিনিক্স হট ২০ ৫জি মডেলটির এমআরপি ১৭,৯৯৯ টাকা। তবে Flipkart Electronics Days সেলে ৩৬ শতাংশ ছাড় দেওয়ার পর এই ফোনটির দাম পড়ছে ১১,৪৯৯ টাকা। আর আপনি যদি ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করেন, তাহলে আরও অতিরিক্ত ৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করলে পাওয়া যাবে ৫ শতাংশ ক্যাশব্যাক।

তবে অফার এখানেই শেষ নয়। যদি ক্রেতারা তাদের পুরনো ফোনটি এক্সচেঞ্জ করতে চান, তাহলে সর্বোচ্চ ১০,৩০০ টাকা ছাড় পেতে পারেন। যার মধ্যে ১০০০ টাকার বিশেষ ছাড়ও যুক্ত আছে। তবে মনে রাখতে হবে যে, পুরনো ফোনের মডেল এবং তার অবস্থার উপর এক্সচেঞ্জ ডিসকাউন্ট মূল্য নির্ভর করবে।

Infinix Hot 20 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স-এর এই স্মার্টফোনে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, আর এর পিক ব্রাইটনেস ৫০০ নিটস। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে পান্ডা গ্লাস। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ও ৪ জিবি র‍্যাম রয়েছে। তাছাড়া ৩ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে। আবার ফোনে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ বর্তমান, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ইনফিনিক্স হট ২০ ৫জি ব্লাস্টার গ্রিন, রেসিং ব্ল্যাক এবং স্পেস ব্লু, এই তিনটি রংয়ের অপশনে পাওয়া যাবে। আর এই ফোনের পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং দ্বিতীয় এআই লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিং-এর জন্য এতে ৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা পাওয়া যাবে। ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনটিতে ৫০০০ এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচার।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন