এই 6 কারণে আপনার কেনা উচিত Apple iPhone 15 Pro ও iPhone 15 Pro Max, দেখে নিন

গত ১২ই সেপ্টেম্বর লঞ্চ হয়েছে Apple-এর নতুন iPhone সিরিজ। আর এই সিরিজে রয়েছে চারটি নতুন স্মার্টফোন - iPhone 15, iPhone...
techgup 14 Sept 2023 2:11 PM IST

গত ১২ই সেপ্টেম্বর লঞ্চ হয়েছে Apple-এর নতুন iPhone সিরিজ। আর এই সিরিজে রয়েছে চারটি নতুন স্মার্টফোন - iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। ১২৮ জিবি স্টোরেজ সহ নতুন iPhone 15 সিরিজের বেসিক মডেলটি ৭৯,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছে। যেখানে iPhone 15 Pro Max-এর ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ১,৯৯,৯০০ টাকায়। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে যে, iPhone 15 সিরিজের বেসিক মডেলের তুলনায় প্রো মডেলগুলির দাম এত বেশি কেন? আর আপনিও যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে এই প্রতিবেদনটি পড়ুন

iPhone 15 Pro সিরিজ ওজনে অনেক হালকা

আইফোন সিরিজের চারটি স্মার্টফোনের মধ্যে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম ফ্রেম, যেটি স্টেইনলেস স্টিলের তুলনায় অনেক শক্তিশালী হওয়ার সাথে সাথে ওজনে অনেক হালকা।

একটি চার্জার ব্যবহার করা যাবে

আইফোন ১৫ সিরিজের প্রত্যেকটি স্মার্টফোনই ইউএসবি সি পোর্ট সহ লঞ্চ করা হয়েছে। অর্থাৎ, ব্যবহারকারীরা এখন তাদের আইফোনের পাশাপাশি ম্যাক, আইপ্যাড এবং সেকেন্ড জেনারেশন এয়ারপডস প্রো-এর মতো ডিভাইসগুলিও একটি চার্জার ব্যবহার করে চার্জ করতে পারবেন।

iPhone 15 Pro মডেল দুটিতে মিউটের বদলে অ্যাকশন বাটন দেওয়া হয়েছে

আইফোন ১৫ প্রো আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে মিউটের পরিবর্তে অ্যাকশন বাটন দেওয়া হয়েছে। এর সাহায্যে ব্যবহারকারীরা ক্যামেরা থেকে শুরু করে ফোকাস মোড, ম্যাগনিফায়ার ফিচারগুলিও দ্রুত অ্যাক্সেস করতে পারবেন।

Pro মডেলে শক্তিশালী প্রসেসর ব্যবহার করেছে Apple

Apple তাদের iPhone 15 সিরিজের Pro মডেলে A17 Pro প্রসেসর ব্যবহার করেছে। যার ফলে অন্যান্য মডেলগুলির তুলনায় এই স্মার্টফোন দুটির পারফরম্যান্স অনেক বেশি উন্নত হবে।

গেমারদের জন্য সেরা বলে বিবেচনা করা হচ্ছে

আইফোনের এই মডেলগুলিতে এ১৭ প্রসেসর ব্যবহার করায় গেমাররা উন্নতমানের গেমিং পারফরম্যান্স উপভোগ করতে পারবে।

ফটোগ্রাফি

  • Apple এবছর iPhone 15 Pro Max মডেলটিকে ৫এক্স অপটিক্যাল জুম সহ লঞ্চ করেছে।
  • দুটি প্রো মডেলেই সাতটি ক্যামেরা লেন্স উপস্থিত।
  • ব্যবহারকারীরা ২৪ মিমি, ২৮ মিমি এবং ৩৫ মিমি ফোকাল লেন্থ-এর মধ্যে সহজেই সুইচ করতে পারবেন।
  • উন্নত মানের ফটোগ্রাফির জন্য স্মার্ট এইচডিআর ক্যাপচার বিদ্যমান।
  • প্রো মডেলগুলির সাহায্যে ব্যবহারকারীরা কম আলোতেও অসাধারণ ছবি ক্যাপচার করতে পারবেন।
  • iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max স্মার্টফোন দুটিতেই আপগ্রেড ৪৮ মেগাপিক্সেল সেন্সর উপস্থিত।

Show Full Article
Next Story