iPhone থেকে OnePlus, এই ৭টি স্মার্টফোন হল বিশ্বের সবচেয়ে সেরা 5G মডেল

প্রতি বছরই অসাধারণ কিছু স্মার্টফোন বাজারে আসে, যা নিয়ে প্রযুক্তি বিশ্বে বেশ মাতামাতি চলে। তবে চলতি সময়ে বিশ্বের একাধিক...
techgup 25 Nov 2022 7:26 PM IST

প্রতি বছরই অসাধারণ কিছু স্মার্টফোন বাজারে আসে, যা নিয়ে প্রযুক্তি বিশ্বে বেশ মাতামাতি চলে। তবে চলতি সময়ে বিশ্বের একাধিক দেশে 5G নেটওয়ার্ক উপলব্ধ হয়ে যাওয়ায় এখন হ্যান্ডসেট নির্মাতা সংস্থাগুলি প্রায়শই একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা অসংখ্য দুর্দান্ত পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোন মার্কেটে লঞ্চ করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, 4G-র চাইতে ২০ থেকে ৩০ গুণ দ্রুত স্পিড পাওয়া যাবে 5G-তে, যার ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ডাউনলোড করে ফেলা যাবে একটা গোটা এইচডি মুভি! তাই খুব স্বাভাবিকভাবেই ইদানীংকালে অধিকাংশ মানুষের মধ্যেই কোনো নামজাদা কোম্পানির একটি ব্র্যান্ড-নিউ 5G স্মার্টফোন কেনার প্রতি চরম আগ্রহ দেখা দিয়েছে। এর ফলে বর্তমানে মার্কেটে পঞ্চম প্রজন্মের কানেক্টিভিটিযুক্ত হ্যান্ডসেটের চাহিদাও প্রচুর পরিমাণে বেড়েছে।

তবে মুশকিলটা হল, উপযুক্ত ব্যান্ড সাপোর্ট না থাকায় সব ৫জি স্মার্টফোনে কিন্তু এই 'রকেটের' গতির নেট স্পিড পাওয়া যাচ্ছে না। ফলে হাতে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক কানেক্টিভিটিযুক্ত হ্যান্ডসেট থাকা সত্ত্বেও দুরন্ত গতির নেট স্পিড ব্যবহারের মজা উপভোগ করতে না পারায় বেশ অনেক ইউজারদেরকেই মনঃক্ষুণ্ণ হতে হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হল, কোন কোন স্মার্টফোন ব্যবহার করলে ঝড়ের গতির ৫জি নেট স্পিড পাওয়া যাবে? সেক্ষেত্রে আপনিও যদি এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহী হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি একবার ভালো করে পড়ে নিন। কারণ আজ আমরা ওকলার রিপোর্টের ভিত্তিতে বিশ্বের সেরা ৭টি ৫জি স্মার্টফোনের কথা আপনাদেরকে জানাতে চলেছি।

এগুলি হল বিশ্বের সেরা ৭টি 5G স্মার্টফোন

১. Apple iPhone 13 Pro Max

বিশ্বের প্রথম সারির পাঁচটি দেশে সেরা ৫জি স্মার্টফোনের শিরোপা অর্জন করেছে আইফোন ১৩ প্রো ম্যাক্স। গত বছর এই আইফোনটি লঞ্চ হয়েছিল। অ্যাপলের এ১৫ বায়োনিক (A15 Bionic) চিপসেট থাকায় এই স্মার্টফোনটি দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করতে সক্ষম।

২. Moto G 5G Plus

মোটো জি ৫জি প্লাস ফোনটি ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ৫জি স্মার্টফোন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্পিড টেস্টার ওকলা (Ookla)-র রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এই হ্যান্ডসেটটির মারফত গড়ে ৩৫৮.৩৯ এমবিপিএস নেট স্পিড পেতে সক্ষম হবেন ইউজাররা। ২০২০ সালে লঞ্চ হওয়া এই ডিভাইসটিতে ফাস্ট পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৭৬৫ ৫জি (Snapdragon 765 5G) প্রসেসর ব্যবহার করা হয়েছে।

৩. OnePlus 9 5G

ওয়ানপ্লাসের এই ফোনটি গত বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল। স্ন্যাপড্রাগন ৮৮৮ (Snapdragon 888) প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইসটি চীন ও জার্মানির সবচেয়ে সেরা ৫জি স্মার্টফোন। ফোনটির মাধ্যমে চীনে ব্যবহারকারীরা গড়ে ৩৪৯.১৫ এমবিপিএস ৫জি স্পিড পেতে সক্ষম হয়েছেন বলে ওকলার রিপোর্টে দাবি করা হয়েছে।

৪. Huawei P40 5G

চীনা ব্র্যান্ড হুয়াওয়েকে অন্যান্য দেশ থেকে বাদ দেওয়া হলেও ঘরের মাঠে কিন্তু সংস্থাটি চুটিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে, এবং এই ৫জি স্মার্টফোনটি সেদেশে সবথেকে বেশি জনপ্রিয়। রিপোর্ট অনুযায়ী, হুয়াওয়ে পি৪০ ৫জি গড়ে ৩৪৪.৪১ এমবিপিএস নেট স্পিড অফার করেছে। দুরন্ত পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে কিরিন ৯৯০ ৫জি (Kirin 990 5G) প্রসেসর দেওয়া হয়েছে।

৫. Apple iPhone 14 Pro Max

একদম লেটেস্ট এবং সবচেয়ে শক্তিশালী আইফোন ১৪ প্রো ম্যাক্স মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, থাইল্যান্ড এবং যুক্তরাজ্য - এই চারটি দেশের সবথেকে দ্রুততম ৫জি স্মার্টফোন। চলতি বছরেই লঞ্চ হয়েছে এই হ্যান্ডসেট। অ্যাপলের এ১৬ বায়োনিক (A16 Bionic) চিপসেট থাকায় ফোনটির মাধ্যমে এক দুর্দান্ত ইউজার এক্সপেরিয়েন্স পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।

৬. Samsung Galaxy S22 Ultra

স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি বিশ্বের তিনটি দেশ - আমেরিকা, ভিয়েতনাম এবং দক্ষিণ আফ্রিকায় সেরা ৫জি হ্যান্ডসেটের তকমা পেয়েছে। উল্লেখ্য যে, স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা চলতি বছরেই লঞ্চ হয়েছে, এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (Qualcomm Snapdragon 8 Gen 1) চিপসেটের সৌজন্যে ফোনটি ফাস্ট পারফরম্যান্স প্রদান করতে সক্ষম।

৭. Sony Xperia 1 ii 5G

চলতি সময়ে সোনি বৈশ্বিক স্মার্টফোন বাজারে বেশ খানিকটা পিছিয়ে পড়লেও ঘরেলু মার্কেটে কিন্তু সংস্থাটি এখনও বেশ ভালোরকম আধিপত্য বিস্তার করে রেখেছে। Sony Xperia 1 ii জাপানের সেরা 5G স্মার্টফোন। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ (Qualcomm Snapdragon 865) প্রসেসর দ্বারা চালিত এই ফোনটি ব্যবহার করলে ইউজাররা একদম ঝড়ের গতির নেট স্পিড পেতে সক্ষম হবেন।

Show Full Article
Next Story