ক্রিকেট লাভারদের জন্য লঞ্চ হল UBON BT – 210 ক্রিকেট বল ওয়্যারলেস ইয়ারফোন

ক্রিকেট প্রেমীদের জন্য ভারতীয় বাজারে লঞ্চ হল UBON -এর BT – 210 ক্রিকেট বল ওয়্যারলেস ইয়ারবাড। সংস্থার মতে, একক চার্জে...
techgup 9 Aug 2022 11:34 PM IST

ক্রিকেট প্রেমীদের জন্য ভারতীয় বাজারে লঞ্চ হল UBON -এর BT – 210 ক্রিকেট বল ওয়্যারলেস ইয়ারবাড। সংস্থার মতে, একক চার্জে ইয়ারফোনটি কুড়ি ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। এটি টাচ কন্ট্রোল সাপোর্ট এবং ক্রিকেট বল ডিজাইন যুক্ত কেসের সাথে এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন UBON BT – 210 ক্রিকেট বল ওয়্যারলেস ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

UBON BT – 210 ক্রিকেট বল ওয়্যারলেস ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ইউবন বিটি- ২১০ ক্রিকেট বল ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৩,২৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, অ্যামাজন এবং অন্যান্য রিটেল স্টোরে উপলব্ধ নতুন এই ইয়ারফোনটি। এর সাথে ক্রেতারা পাবেন ৬ মাসের ওয়্যারেন্টি।

UBON BT – 210 ক্রিকেট বল ওয়্যারলেস ইয়ারফোনের স্পেসিফিকেশন

ইউবন বিটি- ২১০ ক্রিকেট বল ইয়ারফোনের নাম থেকেই বোঝা যাচ্ছে এর কেসটি ক্রিকেট বলের মত দেখতে। তাই লুকের দিক থেকে এটি অন্যান্য ইয়ারফোনের থেকে বেশ কিছুটা আলাদা। তাছাড়া ইয়ারফোনটির ওজন খুবই কম এবং এতে টাচ কন্ট্রোল সাপোর্ট করবে। তাই স্পর্শের মাধ্যমে ব্যবহারকারী ফোন কল ধরতে এবং অপছন্দের কল কাটতে পারবেন।

অন্যদিকে, নতুন এই ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.০। এছাড়া এটি ডুয়েল মাইক সাপোর্ট করবে এবং এর টাচ কন্ট্রোল ফিচারের মাধ্যমে সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করা সম্ভব।

এবার আসা যাক UBON BT – 210 ক্রিকেট বল ওয়্যারলেস ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে কেস সমেত একটানা ২০ ঘন্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে সক্ষম। সর্বোপরি নতুন এই ইয়ারফোনটি ঘাম প্রতিরোধী রেটিং সহ এসেছে।

Show Full Article
Next Story