Smart Phone: রাখিতে ১০ হাজার টাকার কমে বোনকে উপহার দিন এই ৫টি স্মার্টফোন

আপনি যদি এবারের রাখি বন্ধনে আপনার বোনকে স্মার্টফোন উপহার দিতে চান, কিন্ত কোন ফোন দেবেন তা বুঝে উঠতে না পারেন তবে আমরা আপনাকে সাহায্য করবো।…

Under 10000 Rupees Best 50Mp Camera 5000Mah Battery Smartphones For Raksha Bandhan Gift

আপনি যদি এবারের রাখি বন্ধনে আপনার বোনকে স্মার্টফোন উপহার দিতে চান, কিন্ত কোন ফোন দেবেন তা বুঝে উঠতে না পারেন তবে আমরা আপনাকে সাহায্য করবো। এই প্রতিবেদনে আমরা বাজেটের মধ্যে আসা সেরা কিছু লেটেস্ট স্মার্টফোন সম্পর্কে বলবো। যা আপনি উপহার দিয়ে আপনার বোনের মন জয় করতে পারবেন। অ্যামাজন এবং ফ্লিপকার্টে চলমান সেলে সস্তায় এই স্মার্টফোনগুলি কেনা যাবে। আমরা এখানে যে ফোনগুলির কথা বলছি সেগুলি পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লের দিক থেকে খুব ভালো হবে, আর এগুলির দাম থাকবে ১০ হাজার টাকার কম।

10 হাজার টাকার কমে রাখিতে উপহার দেওয়ার জন্য সেরা স্মার্টফোন

Motorola G04s

আপনি যদি ১০ হাজারের কম দামে মোটোরোলার ফোন কিনতে চান, তাহলে মোটো জি০৪এস সেরা অপশন। ফ্লিপকার্ট থেকে এই ফোনটি ৬,৯৯৯ টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। হ্যান্ডসেটটি ইউনিসোক টি৬০৬ প্রসেসর সহ রয়েছে। ডিভাইসটির পিছনে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi 13C

রেডমির এই ফোনটি আপনি অ্যামাজন এবং ফ্লিপকার্টে খুব সস্তায় পেতে পারেন। এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে ৭,৬৯৯ টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনে রয়েছে এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। ফটো-ভিডিওগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ১৮ চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Poco C65

পোকোর এই স্মার্টফোন ক্যামেরা প্রেমী বোনের জন্য একটি ভাল অপশন হবে। পোকোর এই ফোনটি ফ্লিপকার্ট থেকে ৮,৯৯৮ টাকায় কেনা যাবে। এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ৮ মেগাপিক্সেল সেন্সর উপস্থিত। এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে।

Samsung Galaxy M14

১০ হাজার টাকার কমে স্যামসাংয়ের ফোন কিনতে চাইলে গ্যালাক্সি এম১৪ কিনতে পারেন। এই স্মার্টফোনটি অনেক বিশেষ ফিচারের সঙ্গে আসে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্যামসাং এই ফোনের সাথে ৪ বছরের সুরক্ষা আপডেট দেবে। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে এই ফোনটি ৮,৫৮৪ টাকায় কেনা যাবে।