মাত্র 10299 টাকায় পাওয়া যাবে Samsung Galaxy M15 5G, অবিশ্বাস্য অফার নিয়ে হাজির অ্যামাজন

২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। এই সেলে স্মার্টফোনের উপর ৪৫ শতাংশ পর্যন্ত...
techgup 24 Sept 2024 10:16 PM IST

২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। এই সেলে স্মার্টফোনের উপর ৪৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে বলে ই-কমার্স সাইটটি ঘোষণা করেছে। এই সেল থেকে আপনি অনেক কম দামে একটি Samsung ফোন কিনতে পারবেন। আর এই ডিভাইসে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৬,১০০ এমএএইচ ব্যাটারি। আর এই ফোনের নাম Samsung Galaxy M15 5G। আসুন এর সাথে কি কি অফার দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy M15 5G অ্যামাজন সেলে ১০ হাজার টাকার রেঞ্জে পাওয়া যাবে

অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের টিজার পেজ থেকে জানানো হয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি মাত্র ১০,২৯৯ টাকায় পাওয়া যাবে। যেখানে লঞ্চের সময় এর বেস মডেলের দাম ছিল ১৩,৪৯৯ টাকা। অর্থাৎ সেলে ৩,২০০ টাকা ছাড় পাওয়া গেছে। এটি ব্লু পোখরাজ, স্টোন গ্রে, সেলেস্টিকাল ব্লু কালারে উপস্থিত।

Samsung Galaxy M15 5G দশ হাজার টাকার রেঞ্জে কেনা কি লাভজনক হবে, দেখুন ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল শুটার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এর সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

এই Samsung স্মার্টফোনের সামনে ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ-স্টাইল নচ। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট ব্যবহার করা হয়েছে। আবার এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms