Vivo X200 থেকে iQOO 13, ডিসেম্বরে লঞ্চ হচ্ছে এক গুচ্ছ চমৎকার স্মার্টফোন
ডিসেম্বরে লঞ্চ হতে চলা স্মার্টফোনগুলির মধ্যে আছে iQOO 13, Vivo X200, OnePlus 13 এবং Poco F7 এবং Techno Phantom V Fold 2 এবং Phantom V Flip 2।
স্মার্টফোন প্রেমীদের জন্য আগামী মাসটি খুব আকর্ষণীয় হতে চলেছে। কারণ ডিসেম্বরে বাজারে আসতে চলেছে এক গুচ্ছ নতুন স্মার্টফোন। এর মধ্যে রয়েছে iQOO 13, Vivo X200, OnePlus 13 এবং Poco F7 এবং Techno Phantom V Fold 2 এবং Phantom V Flip 2। এরমধ্যে কিছু ফোন আগেই চীনে বা অন্য দেশে লঞ্চ হয়েছে। আসন্ন এই ডিভাইসগুলিতে 32 মেগাপিক্সেল পর্যন্ত সেলফি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পর্যন্ত টেলিফটো সেন্সর এবং শক্তিশালী প্রসেসর পাওয়া যাবে। আসুন ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
iQOO 13
আগামী ৩ ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে এই iQOO ফোন। এতে স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে। আনটুটু বেঞ্চমার্ক সাইটে 3 মিলিয়নের বেশি স্কোর করেছে ডিভাইসটি। এই আসন্ন স্মার্টফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে IP68 এবং IP69 রেটিং ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং উপস্থিত। এর চায়না ভ্যারিয়েন্টে রয়েছে 6.82 ইঞ্চি 2K+ 144Hz BOE Q10 LTPO AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল 4500 নিট। ফটোগ্রাফির জন্য, এই ফোনে তিনটি 50-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
OnePlus 13
ওয়ানপ্লাস 13 ভারতে লঞ্চ হতে চলেছে 13 ডিসেম্বর। এর সাথে ওয়ানপ্লাস ওয়াচ 3 স্মার্টওয়াচও আসতে পারে। ফিচারের কথা বললে, এর চীনা ভ্যারিয়েন্টে 6.82-ইঞ্চি BOE X2 2K+ AMOLED ডিসপ্লে আছে, যার পিক ব্রাইটনেস লেভেল 4500 নিটস। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite। ফটোগ্রাফির জন্য, এই ফোনে Sony LYT 808 প্রাথমিক সেন্সর, 50-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 50-মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। এর সেলফি ক্যামেরার রেজোলিউশন 32 মেগাপিক্সেল। এই ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 100W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে।
Vivo X200 সিরিজ
ডিসেম্বরের মাঝামাঝি ভারতে লঞ্চ হতে পারে ভিভো X200 সিরিজ। ফিচারের কথা বললে, ভিভো X200 মডেলে মিডিয়াটেক 9400 প্রসেসর, 16 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। X200 ফোনে ফটোগ্রাফির জন্য 50-মেগাপিক্সেল টেলিফটো সেন্সর রয়েছে। এই সিরিজের X200 প্রো মডেলে 200-মেগাপিক্সেল টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে। সাথে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও আছে। এছাড়া রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Tecno Phantom V Fold 2 ও V Flip 2
ডিসেম্বরে ভারতে এই দুটি ফোন লঞ্চ হতে পারে। Phantom V Flip 2 ডিভাইসটি ইনফিনিক্স জিরো ফ্লিপের একটি রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এতে থাকবে 6.9 ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে এবং 3.64 ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি 8020 ব্যবহার করা হবে। এর ব্যাটারি ক্যাপাসিটি হবে 4720mAh, যা 70W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটির প্রাইমারি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। V Fold 2 এর কথা বললে, এতে 7.85-ইঞ্চি প্রাইমারি এবং 6.42-ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে থাকবে। এটি ডাইমেনসিটি 9000+ প্রসেসরে চলবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। এর সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হবে।
Poco F7
খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ হবে পোকোর এই ফোন। সম্প্রতি একে বিআইএস সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। বিআইএস লিস্টিং অনুযায়ী, ফোনটির মডেল নম্বর 2412DPC0AI। এই লিস্টিং থেকে ফোনটির ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি।
ডিসেম্বরে লঞ্চ হতে চলা স্মার্টফোনগুলির মধ্যে আছে iQOO 13, Vivo X200, OnePlus 13 এবং Poco F7 এবং Techno Phantom V Fold 2 এবং Phantom V Flip 2।