নতুন ফোন খোঁজ করছেন? OnePlus, Tecno, Xiaomi ও Infinix আনছে বিভিন্ন দামের একাধিক স্মার্টফোন

আপনি যদি নিজের জন্য একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে একটু ধৈর্য ধরে যান। কেননা ক্যালেন্ডারের পাতা...
SUPARNA 1 Dec 2023 8:36 PM IST

আপনি যদি নিজের জন্য একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে একটু ধৈর্য ধরে যান। কেননা ক্যালেন্ডারের পাতা বলছে নতুন মাস চলে এসেছে। আর নতুন মাসের আগমন ঘটার অর্থ একগুচ্ছ নয়া স্মার্টফোনের লঞ্চ। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে একঝুড়ি নতুন স্মার্টফোন ভারতের পাশাপাশি চীন এবং নাইজেরিয়ার বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। এক্ষেত্রে OnePlus তাদের একটি লেটেস্ট তথা বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ ফোনের সাথে হাজির হবে। অন্যদিকে Tecno, Xiaomi এবং Infinix তুলনায় সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট উন্মোচন করবে বলে জানা যাচ্ছে। নিচে কোন দিন, কখন, কোন স্মার্টফোন / স্মার্টফোন সিরিজ লঞ্চের মুখ দেখবে তা আলোচনা করা হল।

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে লঞ্চ হতে চলা ৫টি আসন্ন স্মার্টফোনের তালিকা

১. Tecno Spark Go 2024 :

টেকনো স্পার্ক গো ২০২৪ স্মার্টফোনটি আগামী পরশু অর্থাৎ ৩রা ডিসেম্বর (সোমবার) ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে৷ সংস্থার তরফ থেকে লঞ্চের নির্দিষ্ট কোনো সময় ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে, সম্ভবত দুপুর ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ফোনটি উন্মোচন করা হবে। এই মুহূর্তে ভারতে এর দাম এবং প্রাপ্যতা সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।

Tecno Spark Go 2024 ইতিমধ্যেই মালয়েশিয়ার বাজারে উপলব্ধ। ফলে ডিভাইসটির ফিচার সম্পর্কিত যাবতীয় তথ্য আমাদের জানা। এটি আইফোন প্রো মডেলগুলি দ্বারা অনুপ্রাণিত ডিজাইনের সাথে আসবে। ফিচার হিসাবে - ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস LCD ডিসপ্লে, ইউনিসক টি৬০৬ প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে৷

২. OnePlus 12 :

ফ্ল্যাগশিপ মডেল ওয়ানপ্লাস ১২ আগামী ৫ই ডিসেম্বর (মঙ্গলবার) স্থানীয় সময় দুপুর ২.২৩ (IST ১২টা) নাগাদ চীনের বাজারে পা রাখবে। একটি লঞ্চ ইভেন্ট চলাকালীন এর উপর থেকে পর্দা সরানো হবে। এই ইভেন্ট সংস্থার আধিকারিক উইবো সহ অন্যান্য চীনা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে লাইভস্ট্রিম করা হবে।

অফিসিয়াল টিজার অনুসারে, পরবর্তী প্রজন্মের OnePlus 12 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। এই ফ্ল্যাগশিপ মডেলে ১-১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেটের ৬.৮২-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস LTPO OLED ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। আবার ছবি তোলার জন্য - ৫০ মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি সেন্সর + ৪৮ মেগাপিক্সেল Sony IMXdewi581 আল্ট্রা-ওয়াইড লেন্ড + ৩এক্স জুম সহ ৬৪ মেগাপিক্সেল OmniVision OV64B 3x পেরিস্কোপ শুটার যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান থাকবে। এছাড়া এটি - ২৪ জিবি পর্যন্ত র‍্যাম, ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এবং ১০০ ওয়াট ওয়্যারড চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ লঞ্চ হবে বলে জানা যাচ্ছে৷

৩. Redmi 13C সিরিজ :

আগামী ৬ই ডিসেম্বর (বুধবার) ভারতে আত্মপ্রকাশ করবে রেডমি ১৩সি স্মার্টফোন সিরিজ। যদিও পেরেন্ট কোম্পানি শাওমি (Xiaomi) এখনো নির্দিষ্টভাবে কোনো লঞ্চের সময়ের ঘোষণা করেনি। তবে মনে করা হয়েছে, সিরিজের ডিভাইসগুলি ভারতীয় সময়ে দুপুর ১২টায় লঞ্চ হবে।

আসন্ন এই সিরিজের অধীনে - Redmi 13C 4G এবং Redmi 13C 5G মডেল আসবে। যার মধ্যে ৪জি ভ্যারিয়েন্টটি ইতিমধ্যেই বেশকয়েকটি আঞ্চলিক বাজারে উপস্থিত হয়েছে। তবে ৫জি বিকল্পটি ৬ তারিখ ভারত সহ বিশ্ববাজারে অফিসিয়াল হবে। জানা গেছে, চিপসেট বাদে ফোন দুটির বাদবাকি ফিচার এক সমান থাকবে। এক্ষেত্রে ৪জি মডেলটি লঞ্চ হবে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সাথে এবং ৫জি ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট থাকবে৷

৪. Infinix Smart 8 HD :

আগামী ৮ই ডিসেম্বর (শুক্রবার) দুপুর ১২টায় ভারতে ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি স্মার্টফোনের ঘোষণা করা হবে। এই একই দিনে হ্যান্ডসেটটি গ্লোবাল মার্কেটেও আত্মপ্রকাশ করবে বলেও আশা করা হচ্ছিলো। তবে সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে যে, ভারতে এই ফোন লঞ্চের মুখ দেখার আগেই হয়তো অন্য কোনো আঞ্চলিক বাজারে এটি উপস্থিত হতে পারে। যদিও এই ব্যাপারে এখুনি নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না।

Infinix Smart 8 HD ফোনে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেখা যাবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি - ক্রিস্টাল গ্রিন, চকচকে গোল্ড, টিম্বার ব্ল্যাক এবং গ্যালাক্সি হোয়াইট কালার অপশনে আসবে বলেও জানা যাচ্ছে।

৫. Infinix Hot 40 সিরিজ:

ইনফিনিক্স হট ৪০ সিরিজ ৯ই ডিসেম্বর (শনিবার) নাইজেরিয়ায় লঞ্চ হবে। এক্ষেত্রে একটি কনফারেন্সের আয়োজন করে ডিভাইসগুলির উপর থেকে পর্দা সরানোর প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা। একই দিনেই হয়তো এই সিরিজটি গ্লোবাল মার্কেটের পা রাখবে।

ইনফিনিক্সের আসন্ন স্মার্টফোন লাইনআপের অধীনে মোট তিনটি ডিভাইস আত্মপ্রকাশ করবে। এগুলি হল - Infinix Hot 40, Infinix Hot 40 Pro এবং Infinix Hot 40i। উল্লেখ্য, একদম শেষের মডেলটি সম্প্রতি সৌদি আরবে মুক্তি পেয়েছে। সম্প্রতি সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Infinix Hot 40 এবং উচ্চতর Hot 40 Pro ফোনের চিপসেট সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে, এই হ্যান্ডসেট দুটি যথাক্রমে মিডিয়াটেক হেলিও জি৮৮ এবং হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হবে।

Show Full Article
Next Story