এপ্রিলে বাজারে আসছে এই পাঁচটি সেরা স্মার্টফোন, Vivo, Samsung, Poco রয়েছে তালিকায়
ভারতীয় স্মার্টফোন বাজারে প্রতিমাসেই নিত্য নতুন ফোন এসে হাজির হয়। ২০২৩ সালের শুরু থেকে মার্চ পর্যন্ত তিন মাসেই প্রায়...ভারতীয় স্মার্টফোন বাজারে প্রতিমাসেই নিত্য নতুন ফোন এসে হাজির হয়। ২০২৩ সালের শুরু থেকে মার্চ পর্যন্ত তিন মাসেই প্রায় প্রত্যেক বড় বড় স্মার্টফোন ব্র্যান্ড তাদের নয়া ডিভাইস এদেশে এনেছে। এপ্রিলেও এর ব্যতিক্রম হচ্ছে না। Poco, Asus, Samsung, Vivo চলতি মাসেই তাদের নতুন মোবাইল ফোন লঞ্চের প্রহর গুনছে। তাই আপনি যদি এপ্রিলে কোনো স্মার্টফোন কিনতে চান, তাহলে দেখে নিন নতুন কি কি বিকল্প আসছে।
Poco F5
Poco F5 এপ্রিল মাসে বাজারে আসবে বলে খবর। এটি স্ন্যাপড্রাগন ৭+ জেন ২ চিপ সহ আসা ভারতের প্রথম ফোন হতে পারে। এই ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে টিপস্টাদের দাবি। ফটোগ্রাফির কথা বললে, Poco F5 ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। আর এতে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে।
Asus ROG Phone 7
Asus ROG Phone 7 আগামী ১৩ এপ্রিল ভারত এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। ফোনটি ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আর সামনে দেখা যাবে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটসহ অ্যামোলেড ডিসপ্লে।
Samsung Galaxy M54 5G
Samsung Galaxy M54 5G ভারতে লঞ্চ হতে পারে চলতি এপ্রিলেই। নয়া এই এম সিরিজের ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। আবার এতে দেওয়া হতে পারে এক্সিনস ১৩৮০ প্রসেসর। ফটো ও ভিডিওগ্রাফির জন্য এই ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এতে থাকবে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি।
Vivo X90 সিরিজ
আগামী ২৬ এপ্রিল Vivo X90 ও Vivo X90 Pro+ ভারতীয় বাজারে পা রাখবে বলে গতকাল এক টিপস্টার দাবি করেছে। এরমধ্যে বেস মডেলে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর। আর Pro+ মডেলে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ফোন দুটিতে Zeiss এর ক্যামেরা লেন্স দেওয়া হবে।