আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোনগুলি, লিস্টে আছে Redmi, Vivo, Realme ও Motorola
আগামী সপ্তাহে বাজারে আসতে চলেছে দারুণ সব স্মার্টফোন। এর মধ্যে রয়েছে Redmi Note 14 সিরিজ, Motorola G35 এবং Realme Neo 7 ও Vivo X200 সিরিজ।
New Smartphones in December: আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন। আগামী সপ্তাহে বাজারে আসতে চলেছে দারুণ সব স্মার্টফোন। এর মধ্যে রয়েছে Redmi Note 14 সিরিজ, Motorola G35 এবং Realme Neo 7 ও Vivo X200 সিরিজ। এই ফোনগুলিতে উন্নত ডিসপ্লে, ভালো ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর থাকবে। আর এদেরও ডিজাইনেও দেখা যাবে চমক। ডিভাইসগুলিতে পাওয়ারফুল ব্যাটারিও দেওয়া হবে।
আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোনগুলি
Redmi Note 14 সিরিজ
9 ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে Redmi Note 14 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি ফোন আসবে - রেডমি নোট 14, রেডমি নোট 14 প্রো এবং রেডমি নোট 14 প্রো প্লাস। ডিভাইসগুলি চীনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। সিরিজের প্রো প্লাস ভ্যারিয়েন্টে টপ-এন্ড ফিচার রয়েছে। এতে 1.5K রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট সহ OLED ডিসপ্লে আছে। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S জেন 3। প্রো প্লাস মডেলে 50 মেগাপিক্সেল 2.5x টেলিফটো ক্যামেরা আছে। সিরিজের প্রো ভ্যারিয়েন্টের কথা বললে এতে ডাইমেনসিটি 7300 আল্ট্রা প্রসেসর দেওয়া হয়েছে। যদিও এতে কোনও টেলিফটো ক্যামেরা নেই। বেস মডেলে রয়েছে ডাইমেনসিটি 7025 আল্ট্রা প্রসেসর এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশন সহ 120Hz OLED ডিসপ্লে।
Realme Neo 7
আগামী 11 ডিসেম্বর চীনে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নিও 7। এই ফোনে 6.78 ইঞ্চি 1.5K LTPO ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ডাইমেনসিটি 9300 প্লাস চিপসেট দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা থাকবে। এগুলি হবে 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 8 মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7000mAh ব্যাটারি দেওয়া হবে। এটি ব্ল্যাক, হোয়াইট ও ব্লু কালারে পাওয়া যাবে।
Motorola G35
আগামী 10 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে এই মটোরোলা ফোন। ইতিমধ্যেই বেশ কিছু বাজারে এর উপর থেকে পর্দা সরানো হয়েছে। ফিচারের কথা বললে, মোটোরোলা G35 ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.72-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি ইউনিসোক T760 প্রসেসর দ্বারা চালিত। ফোনটির প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল। এতে দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি, যা 18W চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এচে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
Vivo X200 সিরিজ
আগামী 12 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে ভিভো X200 সিরিজের ফোন। এই সিরিজের অধীনে দুটি ডিভাইস আসবে। এগুলি হল ভিভো X200 এবং ভিভো X200 প্রো। দুটি ফোনেই রয়েছে ডাইমেনসিটি 9400 চিপসেট। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। বেস ভ্যারিয়েন্টে 50-মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর রয়েছে। যেখানে প্রো ভ্যারিয়েন্টে রয়েছে 200 মেগাপিক্সেল। এই ফোনগুলিতে 90W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে।
আগামী সপ্তাহে বাজারে আসতে চলেছে দারুণ সব স্মার্টফোন। এর মধ্যে রয়েছে Redmi Note 14 সিরিজ, Motorola G35 এবং Realme Neo 7 ও Vivo X200 সিরিজ।