100 দিন ফ্রি-তে ব্যবহার করুন ফিচারে ঠাসা OnePlus 11 ফ্ল্যাগশিপ ফোন, কোম্পানি দিচ্ছে জব্বর অফার

মাত্র কয়েক সপ্তাহ আগে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 11 বাজারে এনেছে OnePlus কোম্পানি। তবে লঞ্চের মাস ঘুরতে না ঘুরতেই সংস্থাটি এই ফোন সম্পর্কিত এমন একটি…

মাত্র কয়েক সপ্তাহ আগে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 11 বাজারে এনেছে OnePlus কোম্পানি। তবে লঞ্চের মাস ঘুরতে না ঘুরতেই সংস্থাটি এই ফোন সম্পর্কিত এমন একটি অফার নিয়ে হাজির হয়েছে, যা শুনলে খুশি হবেন আপনিও। আসলে ব্যাপারটা হচ্ছে যে, OnePlus এখন তার এই লেটেস্ট মডেলের জন্য একটি ১০০ দিনের টেস্ট ড্রাইভ বা ট্রায়াল অপশন অফার করছে। এই অফারের দৌলতে আগ্রহী ক্রেতারা OnePlus 11 ফোনটি তিন মাসেরও বেশি সময়ের জন্য বিনামূল্যে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এবার স্মার্টফোন পাকাপাকিভাবে কেনার আগেই তার পারফরম্যান্স নিজের হাতে নির্দিষ্ট সময় ধরে চেক করে দেখা যাবে, আর এর জন্য কোনো টাকা-পয়সা লাগবেনা। আসুন এখন OnePlus 11-তে উপলব্ধ এই চমকপ্রদ অফার সম্পর্কে জেনে নিই।

100 Days No Regret: OnePlus 11-র ক্রেতারা পাবেন এই বিশেষ সুবিধা

সম্প্রতি প্রোমোশনাল অফার হিসেবে ওয়ানপ্লাস, ‘হান্ড্রেড ডেজ নো রিগ্রেট’ (100 Days No Regret) নামক একটি প্রোগ্রাম চালু করেছে, যেখানে সরাসরি কোম্পানির ওয়েবসাইট থেকে লেটেস্ট ওয়ানপ্লাস ১১ স্মার্টফোনটি কিনলে ফ্রি ট্রায়ালের সুবিধা উপভোগ করতে পারবেন (যেমনটা শুরুতেই বলেছি)। এই প্রোগ্রামের অধীনে ফোনটি কেনার পর ১০০ দিন সময়ের মধ্যে যদি সন্তোষজনক পারফরম্যান্স বা এক্সপিরিয়েন্স না মেলে, তাহলে ক্রেতারা এটি ফেরত দিতে সক্ষম হবেন এবং এর জন্য কোম্পানি পুরো দাম রিফান্ড করবে। অর্থাৎ এই ১০০ দিন সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যাবে ওয়ানপ্লাস ১১।

কীভাবে OnePlus-এর এই ট্রায়াল অফার কাজে লাগাবেন?

গতপরশু অর্থাৎ ২০শে মার্চ লঞ্চ হওয়া ওয়ানপ্লাসের ‘হান্ড্রেড ডেজ নো রিগ্রেট’ প্রোগ্রামটি ৩০শে এপ্রিল, ২০২৩ পর্যন্ত লাইভ থাকবে; এই সময়ের মধ্যে যারা OnePlus.in ওয়েবসাইট থেকে থেকে ওয়ানপ্লাস ১১ মডেল কিনবেন, তারা এই ট্রায়াল প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে ডিভাইসটি হাতে পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আর একবার ট্রায়াল প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়ে গেলেই ক্রেতারা আগামী তিনমাস ফোনটি ইচ্ছামত ব্যবহার করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, কোনো কারণে ফোন ফেরত দিয়ে সম্পূর্ণ দাম ফিরে পেতে হলে ফোনটির আসল প্যাকেজিং মানে বিল, বক্স ইত্যাদি এবং চার্জিং কেবল জাতীয় অ্যাক্সেসরিজ অবশ্যই যত্ন করে রেখে দিতে হবে। এছাড়া ফোনের ডিসপ্লে, বডি ইত্যাদিতে কোনো স্ক্র্যাচ ড্যামেজ হলে কোম্পানি ফোনটি রিটার্ন নেবেনা।

অতএব স্মার্টফোনের প্রিমিয়াম পারফরম্যান্সের অভিজ্ঞতা পেতে হলে ওয়ানপ্লাসের এই অফার কাজে লাগাতেই পারেন। কোম্পানির দাবি, এই ট্রায়াল কোনোভাবে ক্রেতাদের নিরাশ করবেনা, বরঞ্চ ওয়ানপ্লাস ১১-এর পারফরম্যান্সে তারা সন্তুষ্ট হবেন এবং ফোন ফেরতের কোনো পরিস্থিতিই হবেনা।

OnePlus 11-এর স্পেসিফিকেশন, দাম

ভারতীয় বাজারে ওয়ানপ্লাস ১১ ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি বেস ভ্যারিয়েন্টের দাম ৫৬,৯৯৯ টাকা। আর ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে ৬১,৯৯৯ টাকা দাম পড়বে।

ফিচারের কথা বললে, এই ফোনে আপনারা পাবেন ৬.৭-ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি (Sony IMX890 সেন্সর) ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে যা ডেভেলপ করেছে হ্যাসেলব্লাড (Hasselblad)।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন