Vijay Sales: বাম্পার ছাড়ে ফোন থেকে ইয়ারবাডস, সস্তায় কিনুন OnePlus 12R, iPhone 15 সহ অনেক কিছু

Vijay Sales আয়োজন করল মেগা ফ্রিডম সেলের। যেখানে পাওয়া যাবে ল্যাপটপ, স্মার্টফোন এবং ট্যাবলেট থেকে শুরু করে বিভিন্ন অডিও প্রোডাক্টে দুর্দান্ত অফার। এছাড়াও, CMF PHone…

Vijay Sales Offering Discounts On Oneplus 12 Iphone 15 Samsung Galaxy Buds 3

Vijay Sales আয়োজন করল মেগা ফ্রিডম সেলের। যেখানে পাওয়া যাবে ল্যাপটপ, স্মার্টফোন এবং ট্যাবলেট থেকে শুরু করে বিভিন্ন অডিও প্রোডাক্টে দুর্দান্ত অফার। এছাড়াও, CMF PHone 1, OnePlus 12R, iPhone 15 ও Samsung Galaxy Buds 3 এর সাথে থাকবে বড়সড়ো ডিসকাউন্ট। চলুন Vijay Sales কোন কোন প্রোডাক্ট কম দামে কেনার সুযোগ দিচ্ছে দেখে নেওয়া যাক।

CMF PHone 1

লন্ডন ভিত্তিক স্মার্টফোন কোম্পানি নাথিং সম্প্রতি তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম সিএমএফ ফোন ১। আর এই হ্যান্ডসেটে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট। আর পিছনে দেওয়া হয়েছে একটি স্বচ্ছ ব্যাক প্যানেল। এছাড়াও, সিএমএফ ফোন ১-এ আছে ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড স্ক্রিন। আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ বেসড নাথিং ওএস ২.৬ কাস্টম স্কিনে রান করে। এর ডুয়েল ক্যামেরা সেটআপে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এছাড়াও, সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও ব্যবহার করা হয়েছে।

এই ফোনটি বর্তমানে বিজয় সেলসে ১৫,৯৯৯ টাকায় উপলব্ধ। আর ওয়ান কার্ড ব্যবহারকারীরা ইএমআই লেনদেনের মাধ্যমে এতে পেয়ে যেতে পারেন ১,০০০ টাকা ছাড়। এছাড়াও, ইয়েস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট এবং ফেডারেল কার্ড হোল্ডাররা ৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। আবার আরবিএল কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে পাওয়া যেতে পারে ৭.৫ শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট।

OnePlus 12R

৫০,০০০ টাকার কম দামে উপলব্ধ ওয়ানপ্লাসের একটি অত্যন্ত জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন হলো ওয়ানপ্লাস ১২ আর। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২। এছাড়াও, এতে আছে ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্টজ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন ওএস ১৪ অপারেটিং সিস্টেমে চালিত হয়। আইপি ৬৪ সার্টিফাইড এই ডিভাইসটি জল ও ধুলো প্রতিরোধে যথেষ্ট সক্ষম। উল্লেখ্য এই হ্যান্ডসেটটিতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ উপস্থিত।

ক্যামেরার কথা বললে এই স্মার্টফোনের পিছনে একটি বড় ক্যামেরা আইল্যান্ড রয়েছে। যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ডিসকাউন্টের পর এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন বর্তমানে বিজয় সেলসে ৪১,৯৯৯ টাকায় উপলব্ধ। আর আইসিআইসিআই কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেন করলে এই ডিভাইসে পাওয়া যাবে ২,০০০ টাকা ডিসকাউন্ট। এছাড়াও, এই সময় ওয়ানপ্লাস ইএমআই এবং এইচএসবিসি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেন করলে পাওয়া যাবে যথাক্রমে ৫ শতাংশ এবং ৭.৫ শতাংশ ছাড়।

iPhone 15

এবার ফ্লিপকার্টের মতো বিজয় সেলসেও আইফোন ১৫ মডেলে পাওয়া যাবে দারুন ডিসকাউন্ট। আর ফিচারের কথা বললে, অ্যাপলের এই জনপ্রিয় স্মার্টফোনটিতে আছে এ১৬ বায়োনিক চিপসেট। এছাড়াও রয়েছে ৬.১ ইঞ্চি ওএলইডি স্ক্রিন, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। আর এতে ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। জানিয়ে রাখি এই ডিভাইসটির বর্তমান মূল্য ৬৯,৬৯০ টাকা। তবে, ফোনটি আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে ৪,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, এইচডিএফসি, এইচএসবিসি এবং আরবিএল কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেনের ক্ষেত্রে পাওয়া যাবে ৭.৫ শতাংশ ছাড়।

Samsung Galaxy Buds 3

স্যামসাং সম্প্রতি তাদের গ্যালাক্সি বাড ৩ লঞ্চ করেছে। যাতে ফিচার হিসেবে দেওয়া হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, ৩৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ এবং আইপি ৫৭ ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং সহ গ্যালাক্সি এআই ফিচার। আর এই ইয়ারবাডস এখন অ্যামাজন ও বিজয় সেলসে ১৩,৭৫০ টাকায় উপলব্ধ। তবে এই ইয়ারবাডস কেনার সময় ওয়ান কার্ড, আইসিআইসিআই, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,৫০০ টাকার কাছাকাছি ডিসকাউন্ট মিলবে।