ভক্তের ফোন ছুড়ে ফেলাটা সাজানো ঘটনা! রণবীরের কীর্তির পিছনে আসল কারণ জানুন

কয়েকদিন আগে বলিউড অভিনেতা রণবীর কাপুরের একটি ভিডিও বেশ চর্চায় এসেছিল। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় “ব্রহ্মাস্ত্র”-অভিনেতার সাথে এক ভক্ত সেলফি তোলার চেষ্টা করছেন,…

কয়েকদিন আগে বলিউড অভিনেতা রণবীর কাপুরের একটি ভিডিও বেশ চর্চায় এসেছিল। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় “ব্রহ্মাস্ত্র”-অভিনেতার সাথে এক ভক্ত সেলফি তোলার চেষ্টা করছেন, কিন্তু রণবীর রাগ করে তার ফোনটি ছুড়ে ফেলে দেন। স্বাভাবিকভাবেই এরকম একটি ভিডিও সমস্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যেতে খুব বেশি সময় লাগেনি এবং এমনকি রণবীরকে এমন একজন ভক্তের প্রতি অভদ্র ব্যবহার করার জন্য সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। তবে এখন জানা যাচ্ছে, পুরো বিষয়টিই আসলে সাজানো, অভিনেতা রাগ করে ওই ফ্যানের ফোনটি ফেলে দেননি। বরং ওপ্পো-এর আসন্ন Oppo Reno 8T-এর একটি ভিন্নধর্মী প্রচারই এই ভিডিওর উদ্দেশ্য ছিল। কিভাবে? আসুন জেনে নেওয়া যাক।

রণবীর কাপুরের ফোন ছুঁড়ে দেওয়ার ভাইরাল ভিডিওটি আসলে Oppo Reno 8T-এর বিজ্ঞাপন

রণবীর কাপুরের ভক্তের ফোন ছুড়ে ফেলে দেওয়ার ভাইরাল ভিডিওটি আসলে নতুন ওপ্পো রেনো ৮টি স্মার্টফোনের জন্য অভিনেতার বিপণন কৌশল ছিল, যা আর মাত্র কয়েক দিনের মধ্যেই বাজারে পা রাখতে চলেছে৷ জানিয়ে রাখি, রণবীর কাপুর বর্তমানে ওপ্পো-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং এর আগেও তাকে ওপ্পো রেনো স্মার্টফোনের প্রচার করতে দেখা গেছে। আর এখন যেহেতু, প্রচারমূলক কার্যক্রম চলছে, তাই এটা অনুমান করাই যায় যে ওপ্পো রেনো ৮টি খুব শীঘ্রই লঞ্চ হবে। যদিও, কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে এই হ্যান্ডসেটের লঞ্চের তারিখ নিশ্চিত করেনি, তবে শোনা যাচ্ছে যে এটি আগামী ৩ ফেব্রুয়ারি ভারতের বাজারে পা রাখবে। কিন্তু লঞ্চের আগেই, ওপ্পো রেনো ৮টি-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি অনলাইনে ফাঁস হয়েছে এবং ভারতীয় বাজারে এর মূল্য কত হতে পারে, তাও জানা গেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Oppo Reno 8T-এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং মূল্য

ওপ্পো রেনো ৮টি-তে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ১০-বিট ডিসপ্লে থাকবে, ফুল-এইচডি+ রেজোলিউশন এবং উচ্চতর ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই স্মার্টফোনটি ৪জি এবং ৫জি উভয় মডেলেই আসতে পারে। শোনা যাচ্ছে যে, ৪জি মডেলটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হবে এবং ৫জি মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেট দ্বারা চালিত হবে। এই ওপ্পো হ্যান্ডসেটটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস (ColorOS) কাস্টম স্কিনে রান করবে।

Oppo Reno 8T-এ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকতে পারে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Reno 8T-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে।

দামের ক্ষেত্রে, Oppo Reno 8T-এর ভারতীয় দামও অনলাইনে ফাঁস হয়েছে। আসন্ন ওপ্পো ফোনটির দাম ২৮,৯৯৯ টাকা বা ২৯,৯৯৯ টাকা হতে পারে। এই দামটি ফোনের প্রারম্ভিক মূল্য বলে মনে করা হচ্ছে এবং উচ্চতর ভ্যারিয়েন্টের সাথে দামও বাড়তে পারে। এছাড়াও, জানা গেছে Reno 8T প্রি-বুকিং অফারের অংশ হিসাবে একটি Oppo Enco Buds 2 ইয়ারফোন বিনামূল্যে দেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে, সংস্থাটি এখনও আনুষ্ঠানিকভাবে এই বিবরণগুলির কোনও প্রকাশ করেনি।