Vivo G2: ভিভো জি সিরিজের প্রথম ফোন বাজারে এল, দাম-ফিচার্স সহ রইল খুঁঁটিনাটি

ভিভো আজ চুপিসারে তাদের G-সিরিজের প্রথম ফোন লঞ্চ করেছে, যার নাম Vivo G2। স্মার্টফোনটি সম্প্রতি গুগল প্লে কনসোলে দেখা গিয়েছিল। আর এখন এটি চীনে ভিভোর…

ভিভো আজ চুপিসারে তাদের G-সিরিজের প্রথম ফোন লঞ্চ করেছে, যার নাম Vivo G2। স্মার্টফোনটি সম্প্রতি গুগল প্লে কনসোলে দেখা গিয়েছিল। আর এখন এটি চীনে ভিভোর অফিশিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। Vivo G2 এলইডি ডিসপ্লে, MediaTek Dimensity 6020 প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন ভিভো G-সিরিজের প্রথম ফোনটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সবিস্তারে জেনে নেওয়া যাক।

Vivo G2: স্পেসিফিকেশন এবং ফিচার

ভিভো জি২-তে টিয়ারড্রপ নচ সহ ৬.৫৬ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ১,৬১২ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরজের সাথে যুক্ত। আর অতিরিক্ত স্টোরেজের জন্য, ফোনটি একটি মাইক্রোএসডি কার্ড স্লটও অফার করে। ভিভো জি২ অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক অরিজিন ওএস 3 (Origin OS 3) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, ভিভো জি২-এর রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ভিভো ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে। এছাড়া, ভিভো জি২ ডুয়েল সিম, ৫জি, ৫ গিগাহার্টজের ওয়াই-ফাই সংযোগ, ব্লুটুথ ৫.১, জিপিএস, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে৷

উল্লেখযোগ্যভাবে, Vivo G2-এর স্পেসিফিকেশন এবং ডিজাইন নির্দেশ করে, এটি Vivo Y36i-এর রিব্র্যান্ডেড সংস্করণ, যেটি গত বছর ডিসেম্বর মাসে চীনে আত্মপ্রকাশ করে। অনুমান করা হচ্ছে, এই G-সিরিজের হ্যান্ডসেটটি সম্ভবত চীনের অফলাইন মার্কেটকে লক্ষ্য করে লঞ্চ হয়েছে।

Vivo G2: এর দাম ও লভ্যতা

চীনা বাজারে Vivo G2 চারটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই মডেলগুলির দাম যথাক্রমে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৪,০০০ টাকা), ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৫০০ টাকা), ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৭০০ টাকা) এবং ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২২,২০০ টাকা)। Vivo G2 শুধুমাত্র ডিপ সি ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। ফোনটি ভারতের বাজারে লঞ্চ হবে কিনা, তা এখনও ঘোষণা করেনি ভিভো।